সাঈদা আক্তার
বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে তৃতীয় পর্ব:
বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য মোট ২০০ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে Part-A-তে ১০০ এবং Part-B-তে ১০০ নম্বর থাকে। Part-A-তে মূলত একটা Passage দেওয়া থাকে, যার ওপর ভিত্তি করে ১-৭ নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর করতে হয়। Passageটা যেকোনো বিষয়ের ওপর হতে পারে। তবে বিগত বছরগুলোয় বিভিন্ন সাম্প্রতিক ইস্যু, আলোচিত বিষয়, সামাজিক সচেতনতা, সমাজের অনিয়ম ও নানান সমস্যা, যেগুলো পরিবর্তন হওয়া দরকার—এ ধরনের বিষয়ের ওপর ভিত্তি করেই এসেছে। Part-B-তে ৮-১০ নম্বর প্রশ্নের জন্য ১০০ নম্বর বরাদ্দ। একটা Eassy লিখতে হয়, যাতে ৫০ নম্বর থাকে। আর একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়, দুটিতে মোট ২৫+২৫=৫০ নম্বর থাকে।
সময় ভাগ
উত্তর করার শুরুতে অবশ্যই Part-A লিখে নিতে হবে এবং এর অধীনে দেওয়া ১-৭ নম্বর প্রশ্ন শেষ করে Part-B শুরু করতে হবে। একটার মধ্যে আরেকটা শুরু করা যাবে না।
সিরিয়ালি উত্তর করা উচিত। আর উত্তর করার সময় অবশ্যই সঠিকভাবে সময়কে দুই ভাগে ভাগ করে নিতে হবে। যেমন ২ ঘণ্টা Part-A-এর জন্য আর ২ ঘণ্টা Part-B-এর জন্য।
Part-A (১০০ নম্বর)
উত্তরের শুরুতেই ১ ও ২ নম্বর প্রশ্ন পড়ে নিতে হবে। তারপর Passageটি পড়তে হবে। এতে ১ নম্বরের যেগুলোর উত্তর চাওয়া হয়েছে, সেগুলো পড়ার সময় দাগিয়ে নেওয়া সহজ হবে। আর ২ নম্বরের শব্দগুলোও চিহ্নিত করে নেওয়া যাবে।
1. Answer the following questions: এখানে ১০টি প্রশ্ন থাকে যার প্রতিটির মান ৩ নম্বর। এই উত্তরগুলো করার জন্য Passageটিকে ভালোভাবে বুঝতে হবে। আর পড়ার সময় আন্ডারলাইন করতে হবে, যেন উত্তর দিতে সুবিধা হয়। কোনোভাবেই হুবহু copy paste করা যাবে না। প্যাসেজের Thematic order এবং coherence বুঝে উত্তর করতে হবে। অতিরিক্ত বড় বা সংক্ষিপ্ত না করাই শ্রেয়।
2. এখানে প্যাসেজ থেকে কিছু শব্দ দেওয়া থাকবে। যেগুলো প্রশ্নে প্যাসেজে আন্ডারলাইন করা থাকবে। উত্তর করতে হবে যে প্যাসেজে ওই শব্দগুলো কী অর্থে ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা থাকা বাঞ্ছনীয়। প্রতিদিন কিছু সময় ইংরেজি পত্রিকা পড়ে নতুন শব্দগুলো লিখে রেখে সেগুলো পড়লে উপকার পাওয়া যায়। সহজ ও অল্প সময়ে শব্দ আয়ত্ত করতে Saifur's student vocabulary বইটি দেখা যেতে পারে।
3. Parts of speech: এখানে বক্সে ৫টি শব্দ দেওয়া থাকবে। এগুলো কিসে পরিবর্তন করতে হবে তা-ও a-b-c-d-e দিয়ে নির্দেশ দেওয়া থাকবে। আর যেটা চাইবে না তাতে ক্রস দেওয়া থাকবে। সাধারণত Noun, verb বা adjective এ তিনটি পরীক্ষায় আসে। তাই Parts of speech সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। The principle ( A letter to BCS) English Grammer বইটি পড়েছি, পরীক্ষার্থীরা যেকোনো ইংরেজি Grammar বই দেখতে পারেন।
4. Give Antonym/ Synonym and make sentences with them এখানে ৫টি শব্দ দেওয়া থাকবে।
এতে Antonym বা Synonym যা চাইবে তা লিখে, সেটা দিয়ে অর্থবোধক বাক্য তৈরি করবে। এটা লিখতে প্যাসেজ থেকেও সাহায্য নিতে পারেন। তবে বাক্যগুলো অবশ্যই Grammatically correct হতে হবে।
5. Make sentence with following words or phrases
এখানে যে শব্দগুলো বা শব্দগুচ্ছ দেওয়া থাকবে তা দিয়ে বাক্য তৈরি করতে হবে। বাক্য গঠন করার ক্ষেত্রে গ্রামার ঠিক রাখতে হবে। কিছুতেই প্যাসেজ থেকে কপি করা যাবে না।
6. Summary
প্রদত্ত প্যাসেজকে 100 শব্দের মধ্যে summarize করতে হবে। এ ক্ষেত্রে Assurance-এর ইংরেজি গাইড থেকে অনুশীলন করা যেতে পারে। Summary করার সময় উদাহরণ, statical data, quotation, Bracket-এ দেওয়া elaborations, Apposition বাদ দিতে হবে।
7. A letter to the editor
একটা ইংরেজি পত্রিকার valid ঠিকানা শিখে রাখা ভালো। প্রশ্নে শিরোনাম উল্লেখ থাকলে তাই ব্যবহার করতে হবে, উল্লেখ না থাকলে thematic issue অনুযায়ী টাইটেল দিতে হবে। এখানে writer's opinion, my opinion, which measures should be taken or suggestions এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে হবে। শেষে concluding remark থাকবে, নিয়মাবলির জন্য Assurance English guide দেখা যেতে পারে।
অনেক বিসিএসে connecting/ breaking sentence এসেছে। সে ক্ষেত্রে linkers, connectors এগুলো-সম্পর্কিত নিয়মগুলো জানতে হবে।
Part-B (১০০ নম্বর )
এই অংশে একটি Eassy ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়। Eassy-তে ৫০ এবং অনুবাদে (২৫+২৫)= ৫০ নম্বর বরাদ্দ থাকে।
8. Eassy writing
এখানে ৩টি Title থাকবে, যার মধ্যে যেকোনো একটি বিষয়ের ওপর ১০০০ শব্দের একটি Eassy লিখতে বলা হয়। যার জন্য ১ ঘণ্টা সময় রাখা উচিত। Eassy সাধারণত সমসাময়িক বিষয়ের ওপর আসে (দেশীয় বা বৈশ্বিক)। প্রস্তুতি হিসেবে বাংলা রচনা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।
a. কিছুতেই যেন বানান ভুল না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
b. শুধু বড় করার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া যাবে না।
c. Grammatical error যতটা সম্ভব বর্জন করতে হবে।
d. যথাযথ তথ্য, উপাত্ত, গ্রাফ ও Flow chart, figure দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
এর জন্য Unique-এর বাংলা রচনা ও ইংরেজি Eassy দেখা যেতে পারে। Assurance written digestও এ ক্ষেত্রে অনেক উপকারী হবে।
৯ ও ১০ নম্বর প্রশ্ন
ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে হুবহু শব্দ ধরে ধরে অনুবাদের চেয়ে পুরো বাক্য পড়ে ভাবানুবাদ করে নেওয়া উচিত। তারপর খাতায় গুছিয়ে লিখতে হবে। অবশ্যই Subject, object এবং অর্থসংগতির দিকে মনোযোগ দিতে হবে। শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। আর যারা vocabulary সমৃদ্ধ, তারা কিছুটা এগিয়ে থাকবে। তবে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে উত্তর করতে দ্রুততা আসবে। মহিদ'স সম্পাদকীয় অনুবাদ চর্চায় খুবই উপকারী। কঠিন মনে হলে ঘাবড়ে যাওয়া যাবে না। মনে রাখতে হবে কঠিন হলে তা সবার জন্যই, শুধু একা আপনার জন্য নয়।
সাঈদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। ৪০তম বিসিএস, মেধাক্রম ১
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
বিসিএস প্রিলিমিনারি পাসের পর লিখিত পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারিতে যাঁরা উত্তীর্ণ হন, তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া টেকনিক্যাল ক্যাডারের জন্য আলাদা নিজস্ব বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা হয়। ৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে বিসিএস লিখিত প্রস্তুতির বিষয়ভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো। আজ থাকছে তৃতীয় পর্ব:
বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি বিষয়ের জন্য মোট ২০০ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে Part-A-তে ১০০ এবং Part-B-তে ১০০ নম্বর থাকে। Part-A-তে মূলত একটা Passage দেওয়া থাকে, যার ওপর ভিত্তি করে ১-৭ নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর করতে হয়। Passageটা যেকোনো বিষয়ের ওপর হতে পারে। তবে বিগত বছরগুলোয় বিভিন্ন সাম্প্রতিক ইস্যু, আলোচিত বিষয়, সামাজিক সচেতনতা, সমাজের অনিয়ম ও নানান সমস্যা, যেগুলো পরিবর্তন হওয়া দরকার—এ ধরনের বিষয়ের ওপর ভিত্তি করেই এসেছে। Part-B-তে ৮-১০ নম্বর প্রশ্নের জন্য ১০০ নম্বর বরাদ্দ। একটা Eassy লিখতে হয়, যাতে ৫০ নম্বর থাকে। আর একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়, দুটিতে মোট ২৫+২৫=৫০ নম্বর থাকে।
সময় ভাগ
উত্তর করার শুরুতে অবশ্যই Part-A লিখে নিতে হবে এবং এর অধীনে দেওয়া ১-৭ নম্বর প্রশ্ন শেষ করে Part-B শুরু করতে হবে। একটার মধ্যে আরেকটা শুরু করা যাবে না।
সিরিয়ালি উত্তর করা উচিত। আর উত্তর করার সময় অবশ্যই সঠিকভাবে সময়কে দুই ভাগে ভাগ করে নিতে হবে। যেমন ২ ঘণ্টা Part-A-এর জন্য আর ২ ঘণ্টা Part-B-এর জন্য।
Part-A (১০০ নম্বর)
উত্তরের শুরুতেই ১ ও ২ নম্বর প্রশ্ন পড়ে নিতে হবে। তারপর Passageটি পড়তে হবে। এতে ১ নম্বরের যেগুলোর উত্তর চাওয়া হয়েছে, সেগুলো পড়ার সময় দাগিয়ে নেওয়া সহজ হবে। আর ২ নম্বরের শব্দগুলোও চিহ্নিত করে নেওয়া যাবে।
1. Answer the following questions: এখানে ১০টি প্রশ্ন থাকে যার প্রতিটির মান ৩ নম্বর। এই উত্তরগুলো করার জন্য Passageটিকে ভালোভাবে বুঝতে হবে। আর পড়ার সময় আন্ডারলাইন করতে হবে, যেন উত্তর দিতে সুবিধা হয়। কোনোভাবেই হুবহু copy paste করা যাবে না। প্যাসেজের Thematic order এবং coherence বুঝে উত্তর করতে হবে। অতিরিক্ত বড় বা সংক্ষিপ্ত না করাই শ্রেয়।
2. এখানে প্যাসেজ থেকে কিছু শব্দ দেওয়া থাকবে। যেগুলো প্রশ্নে প্যাসেজে আন্ডারলাইন করা থাকবে। উত্তর করতে হবে যে প্যাসেজে ওই শব্দগুলো কী অর্থে ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা থাকা বাঞ্ছনীয়। প্রতিদিন কিছু সময় ইংরেজি পত্রিকা পড়ে নতুন শব্দগুলো লিখে রেখে সেগুলো পড়লে উপকার পাওয়া যায়। সহজ ও অল্প সময়ে শব্দ আয়ত্ত করতে Saifur's student vocabulary বইটি দেখা যেতে পারে।
3. Parts of speech: এখানে বক্সে ৫টি শব্দ দেওয়া থাকবে। এগুলো কিসে পরিবর্তন করতে হবে তা-ও a-b-c-d-e দিয়ে নির্দেশ দেওয়া থাকবে। আর যেটা চাইবে না তাতে ক্রস দেওয়া থাকবে। সাধারণত Noun, verb বা adjective এ তিনটি পরীক্ষায় আসে। তাই Parts of speech সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। The principle ( A letter to BCS) English Grammer বইটি পড়েছি, পরীক্ষার্থীরা যেকোনো ইংরেজি Grammar বই দেখতে পারেন।
4. Give Antonym/ Synonym and make sentences with them এখানে ৫টি শব্দ দেওয়া থাকবে।
এতে Antonym বা Synonym যা চাইবে তা লিখে, সেটা দিয়ে অর্থবোধক বাক্য তৈরি করবে। এটা লিখতে প্যাসেজ থেকেও সাহায্য নিতে পারেন। তবে বাক্যগুলো অবশ্যই Grammatically correct হতে হবে।
5. Make sentence with following words or phrases
এখানে যে শব্দগুলো বা শব্দগুচ্ছ দেওয়া থাকবে তা দিয়ে বাক্য তৈরি করতে হবে। বাক্য গঠন করার ক্ষেত্রে গ্রামার ঠিক রাখতে হবে। কিছুতেই প্যাসেজ থেকে কপি করা যাবে না।
6. Summary
প্রদত্ত প্যাসেজকে 100 শব্দের মধ্যে summarize করতে হবে। এ ক্ষেত্রে Assurance-এর ইংরেজি গাইড থেকে অনুশীলন করা যেতে পারে। Summary করার সময় উদাহরণ, statical data, quotation, Bracket-এ দেওয়া elaborations, Apposition বাদ দিতে হবে।
7. A letter to the editor
একটা ইংরেজি পত্রিকার valid ঠিকানা শিখে রাখা ভালো। প্রশ্নে শিরোনাম উল্লেখ থাকলে তাই ব্যবহার করতে হবে, উল্লেখ না থাকলে thematic issue অনুযায়ী টাইটেল দিতে হবে। এখানে writer's opinion, my opinion, which measures should be taken or suggestions এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে হবে। শেষে concluding remark থাকবে, নিয়মাবলির জন্য Assurance English guide দেখা যেতে পারে।
অনেক বিসিএসে connecting/ breaking sentence এসেছে। সে ক্ষেত্রে linkers, connectors এগুলো-সম্পর্কিত নিয়মগুলো জানতে হবে।
Part-B (১০০ নম্বর )
এই অংশে একটি Eassy ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়। Eassy-তে ৫০ এবং অনুবাদে (২৫+২৫)= ৫০ নম্বর বরাদ্দ থাকে।
8. Eassy writing
এখানে ৩টি Title থাকবে, যার মধ্যে যেকোনো একটি বিষয়ের ওপর ১০০০ শব্দের একটি Eassy লিখতে বলা হয়। যার জন্য ১ ঘণ্টা সময় রাখা উচিত। Eassy সাধারণত সমসাময়িক বিষয়ের ওপর আসে (দেশীয় বা বৈশ্বিক)। প্রস্তুতি হিসেবে বাংলা রচনা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।
a. কিছুতেই যেন বানান ভুল না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
b. শুধু বড় করার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া যাবে না।
c. Grammatical error যতটা সম্ভব বর্জন করতে হবে।
d. যথাযথ তথ্য, উপাত্ত, গ্রাফ ও Flow chart, figure দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
এর জন্য Unique-এর বাংলা রচনা ও ইংরেজি Eassy দেখা যেতে পারে। Assurance written digestও এ ক্ষেত্রে অনেক উপকারী হবে।
৯ ও ১০ নম্বর প্রশ্ন
ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে হুবহু শব্দ ধরে ধরে অনুবাদের চেয়ে পুরো বাক্য পড়ে ভাবানুবাদ করে নেওয়া উচিত। তারপর খাতায় গুছিয়ে লিখতে হবে। অবশ্যই Subject, object এবং অর্থসংগতির দিকে মনোযোগ দিতে হবে। শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। আর যারা vocabulary সমৃদ্ধ, তারা কিছুটা এগিয়ে থাকবে। তবে বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করলে উত্তর করতে দ্রুততা আসবে। মহিদ'স সম্পাদকীয় অনুবাদ চর্চায় খুবই উপকারী। কঠিন মনে হলে ঘাবড়ে যাওয়া যাবে না। মনে রাখতে হবে কঠিন হলে তা সবার জন্যই, শুধু একা আপনার জন্য নয়।
সাঈদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। ৪০তম বিসিএস, মেধাক্রম ১
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে