Ajker Patrika

রাস্তার সংস্কার হয়নি ২৫ বছর

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ৫৯
রাস্তার সংস্কার হয়নি ২৫ বছর

ডুমুরিয়ায় গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের অভাবে চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। যেন রাস্তাটি দেখার কেউ নেই। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া মাঝপাড়া হতে কাওসারের দোকান পর্যন্ত এ রাস্তাটি দীর্ঘ ২৫ বছর ধরে কোনো সংস্কার নেই। এই নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

জানা যায়, ১৯৯৬ সালে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শেখ মো. আবুল হোসেন রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে ইটের সোলিং করে দেন। সেই থেকে এ রাস্তাটির দিকে আর কেউ তাকাননি। বর্তমানে এ রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে রাস্তার দুই পাশের একাধিক স্থান ভেঙে পড়েছে।

এ ব্যাপারে গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সরদার বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় ইউনিয়ন পরিষদ থেকে আমাদের বলা হয়েছিল রাস্তাটি করে দেবে। কিন্তু অজ্ঞাত কারণে তা করা হয়নি। বরং অন্যত্র এর চেয়ে ভাল রাস্তার সংস্কার করা হচ্ছে। বাদুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সরদার বলেন, মাগুরাঘোনা ইউপি কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার সুপারিশ করা হলেও অদ্যাবধি রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।

ইউপি সদস্য আলমগীর কবির সবুজ বলেন, এ বছর আমরা রাস্তাটি সংস্কারের জন্য ওয়াদা করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সংস্কার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই সংস্কার করা হবে। মাগুরাঘোনা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, রাস্তাটি অল্পদিনের মধ্যে সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত