মো. ফাহাদ বিন সাঈদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়
ঋতুর পরিক্রমায় এখন চলছে শীতকাল। মাঘের শেষে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত। মানুষ তীব্র শীতে জড়সড়। শুধু সজীব-সতেজ হয়ে প্রকৃতিতে ফুটে আছে বাহারি ফুল। যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে তারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আঙিনাতেও এখন দেখা মেলে এমন দৃশ্যের।
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃষ্টিনন্দন স্থাপনাগুলোয় ফুলের সমারোহ দেখে প্রকৃতিপ্রেমীদের যেন চোখ ফেরানো দায়। নিজের অজান্তেই যেন তাঁদের মন গেয়ে ওঠে, ‘ফুলে ফুলে ঢলে ঢলে, বহে কিবা মৃদু বায়।’
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। ক্যাম্পাসের ওই জায়গাগুলোতে গেলেই এখন অন্যরকম ভালো লাগা কাজ করে। কারণ ফুল কার না ভালো লাগে? শুধু তাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ই যেন বর্ণিল সাজে সেজেছে। আশা করি, সারা বছর ফুল ও গাছপালায় ছেয়ে থাকবে আমাদের এই প্রাঙ্গণ।’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাদা, রক্ত গাদা, ডালিয়া, গোলাপ, মোরগ ঝুঁটিসহ হরেক প্রজাতির ফুল। বিশেষত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের পাদদেশ ফুলে ফুলে ভরে উঠেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা ও দোলন-চাপা হল প্রাঙ্গণ, উপাচার্যের বাসভবন তথা দুখু মিঞা বাংলোতেও হরেক রকম জাতের ফুল ফুটেছে। করোনাকালে কোলাহলমুক্ত ক্যাম্পাসের যেদিকে চোখ যায়, যেন প্রকৃতির ফুল-পাতা দিয়ে গড়া স্বর্গরাজ্য। এখানে হাঁটলে চোখ জুড়ায়, প্রাণ জুড়ায় সুবাসে। এ জন্য প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
দর্শনার্থীরা জানান, ফুলের বাগান নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শিক্ষার পরিবেশকেও সৌন্দর্যমণ্ডিত করেছে। তাই অবসর সময় পেলে ছুটে আসেন সৌন্দর্য উপভোগ করতে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘সবুজই হলো জীবন, সবুজের মধ্যে থাকে বাঁচার তাগিদ। নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা সবুজকে বরণ করি। সবুজকে নিয়েই আমরা আমাদের জীবন সাজাই। সবুজকে আরাধনা করি। সবুজকে বাঁচিয়ে রেখেই আমরা জীবনকে উদ্যাপন করার চেষ্টা করি।’ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঋতুর পরিক্রমায় এখন চলছে শীতকাল। মাঘের শেষে কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় চারদিক আচ্ছাদিত। মানুষ তীব্র শীতে জড়সড়। শুধু সজীব-সতেজ হয়ে প্রকৃতিতে ফুটে আছে বাহারি ফুল। যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে এসেছে তারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আঙিনাতেও এখন দেখা মেলে এমন দৃশ্যের।
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃষ্টিনন্দন স্থাপনাগুলোয় ফুলের সমারোহ দেখে প্রকৃতিপ্রেমীদের যেন চোখ ফেরানো দায়। নিজের অজান্তেই যেন তাঁদের মন গেয়ে ওঠে, ‘ফুলে ফুলে ঢলে ঢলে, বহে কিবা মৃদু বায়।’
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। ক্যাম্পাসের ওই জায়গাগুলোতে গেলেই এখন অন্যরকম ভালো লাগা কাজ করে। কারণ ফুল কার না ভালো লাগে? শুধু তাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ই যেন বর্ণিল সাজে সেজেছে। আশা করি, সারা বছর ফুল ও গাছপালায় ছেয়ে থাকবে আমাদের এই প্রাঙ্গণ।’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। বাগানে থরে থরে ফুটে আছে গাদা, রক্ত গাদা, ডালিয়া, গোলাপ, মোরগ ঝুঁটিসহ হরেক প্রজাতির ফুল। বিশেষত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের পাদদেশ ফুলে ফুলে ভরে উঠেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা ও দোলন-চাপা হল প্রাঙ্গণ, উপাচার্যের বাসভবন তথা দুখু মিঞা বাংলোতেও হরেক রকম জাতের ফুল ফুটেছে। করোনাকালে কোলাহলমুক্ত ক্যাম্পাসের যেদিকে চোখ যায়, যেন প্রকৃতির ফুল-পাতা দিয়ে গড়া স্বর্গরাজ্য। এখানে হাঁটলে চোখ জুড়ায়, প্রাণ জুড়ায় সুবাসে। এ জন্য প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
দর্শনার্থীরা জানান, ফুলের বাগান নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শিক্ষার পরিবেশকেও সৌন্দর্যমণ্ডিত করেছে। তাই অবসর সময় পেলে ছুটে আসেন সৌন্দর্য উপভোগ করতে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘সবুজই হলো জীবন, সবুজের মধ্যে থাকে বাঁচার তাগিদ। নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা সবুজকে বরণ করি। সবুজকে নিয়েই আমরা আমাদের জীবন সাজাই। সবুজকে আরাধনা করি। সবুজকে বাঁচিয়ে রেখেই আমরা জীবনকে উদ্যাপন করার চেষ্টা করি।’ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে