বিদ্রোহী প্রার্থীর প্রচার ক্যাম্পে ভাঙচুর, গ্রেপ্তার ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০১
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৭

জয়পুরহাটের কালাইয়ে আগামী পরশু রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। চার ইউপিতে চলছে শেষ মুহূর্তের প্রচার। মাত্রা ইউপিতে গত বুধবার রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচার ক্যাম্পসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী মনোয়ার হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের (নৌকা) সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় তিনি মামলা করেছেন। নৌকার দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ভেরেন্ডি গ্রামের কাজল হোসেন (২২) ও উলিপুর মেজবাউল ইসলাম মারুফ (১৮)।

জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভেরেন্ডি উলিপুর মোড়ে আওয়ামী লীগের প্রার্থীর পথসভা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর উসকানিমূলক বক্তব্য দেন। এরপর নৌকার সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়ে আমার প্রচার অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছেন। তাঁরা এমনকি বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। এ ছাড়া আমার পোস্টার, ব্যানার ও প্রচারপত্র নিয়ে গেছেন।’

হামলার শিকার চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকার সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।’

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য নৌকার প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভাঙচুরের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত