কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে আগামী পরশু রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। চার ইউপিতে চলছে শেষ মুহূর্তের প্রচার। মাত্রা ইউপিতে গত বুধবার রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচার ক্যাম্পসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।
মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী মনোয়ার হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের (নৌকা) সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় তিনি মামলা করেছেন। নৌকার দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ভেরেন্ডি গ্রামের কাজল হোসেন (২২) ও উলিপুর মেজবাউল ইসলাম মারুফ (১৮)।
জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভেরেন্ডি উলিপুর মোড়ে আওয়ামী লীগের প্রার্থীর পথসভা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর উসকানিমূলক বক্তব্য দেন। এরপর নৌকার সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়ে আমার প্রচার অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছেন। তাঁরা এমনকি বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। এ ছাড়া আমার পোস্টার, ব্যানার ও প্রচারপত্র নিয়ে গেছেন।’
হামলার শিকার চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকার সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য নৌকার প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভাঙচুরের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাটের কালাইয়ে আগামী পরশু রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। চার ইউপিতে চলছে শেষ মুহূর্তের প্রচার। মাত্রা ইউপিতে গত বুধবার রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচার ক্যাম্পসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে।
মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী মনোয়ার হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদারের (নৌকা) সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাই থানায় তিনি মামলা করেছেন। নৌকার দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ভেরেন্ডি গ্রামের কাজল হোসেন (২২) ও উলিপুর মেজবাউল ইসলাম মারুফ (১৮)।
জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভেরেন্ডি উলিপুর মোড়ে আওয়ামী লীগের প্রার্থীর পথসভা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর উসকানিমূলক বক্তব্য দেন। এরপর নৌকার সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়ে আমার প্রচার অফিসসহ কিছু দোকান ভাঙচুর করেছেন। তাঁরা এমনকি বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন। এ ছাড়া আমার পোস্টার, ব্যানার ও প্রচারপত্র নিয়ে গেছেন।’
হামলার শিকার চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকার সমর্থকেরা আমার চায়ের দোকান ভাঙচুর করে ২১ হাজার ৩০০ টাকার সিগারেট নিয়ে গেছে।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য নৌকার প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভাঙচুরের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে