Ajker Patrika

ঘোড়াঘাট ও ডোমার পৌরসভা

দিনাজপুর ও ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ৫৪
ঘোড়াঘাট ও ডোমার পৌরসভা

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে আব্দুস সাত্তার মিলন ও নীলফামারীর ডোমার পৌরসভায় মনছুরুল ইসলাম দানু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তারা পৌর মেয়র হলেন। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়।

ঘোড়াঘাটে গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। তিনি জানান, নারকেল গাছ প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার মিলন মোট ৬ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন। জগ প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৩ হাজার ৭৭৪ ভোট, নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনূছ আলী মণ্ডল পেয়েছেন ৩ হাজার ৩৭৬ ভোট, মোবাইল ফোন মার্কায় আবদুল মান্নান সরকার পেয়েছেন ৮২৪ ভোট এবং রেল ইঞ্জিন প্রতীকে রিপন আহম্মেদ বাবু পেয়েছেন ৯২ ভোট।

এ ছাড়া সাধারণ আসনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ডালিম প্রতীকে রাহাত আহম্মেদ, ২নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে আব্দুস সোবাহান, ৩নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকে রেজয়ান মিয়া, ৪নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আনোয়ার হোসেন আতোয়ার, ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে শাহিদ পারভেজ, ৭নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে মেহেদুল হক, ৮নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে নজরুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আবদুল কাদের কাউন্সিলর নির্বাচিত হয়েছে।

এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ১০ হাজার ১৯১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১৪ হাজার ৪৮৮ জন ভোটার।

ডোমার পৌরসভা নির্বাচনে চার হাজার ছয় শত ৬৭ টি ভোট পেয়ে মনছুরুল ইসলাম দানু মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন (মোবাইল ফোন) তিন হাজার ছয় শত ৭৪ ভোট পেয়েছেন। নৌকা প্রতীক নিয়ে গনেশ কুমার আগরওয়ালা পেয়েছেন দুই হাজার চার শত ২৫ ভোট। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদ হলরুমে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গির হোসেন জানান, নির্বাচনে মোট ১৩ হাজার পাঁচ শত ৪০ জন ভোটারের মধ্যে ১০ হাজার আট শত নয় জন ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৪৩ টি ভোট বাতিল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত