Ajker Patrika

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৭
বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ির ধর্মসুখ বৌদ্ধ বিহারের ভিক্ষু ভদন্ত বিশুদ্ধাসারা মহাথেরোকে হত্যা এবং চট্টগ্রামে জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার পেরাছড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করা হয়। এ সময় সারা দেশে সংখ্যালঘু ধর্মীয় গুরুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক লিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা।

বক্তারা বলেন, বাংলাদেশে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের ধর্মীয়, জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে তৎপর রয়েছে। আর এই আক্রমণ ও হামলা থেকে শান্তিকামী নিরীহ বৌদ্ধ ভিক্ষুরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। গত ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধাসারা মহাথেরোকে হত্যা ও পরদিন একই কায়দায় চট্টগ্রামের জ্ঞান জ্যোতি ভিক্ষুর ওপর হামলার ঘটনা তারই দৃষ্টান্ত। দেশে সাম্প্রদায়িক হামলাকারী দুর্বৃত্তদের যথোপযুক্ত শাস্তি না হওয়ায় অপরাধীরা এমন ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা ও চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তারপূর্বক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত