বরজে বিষ দেওয়ার অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৬: ০২
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে দুষ্কৃতকারীর দেওয়া বিষে অসিত কুমার বিশ্বাস নামে এক কৃষকের বরজের (পানখেত) অন্তত চার লাখ টাকার ক্ষতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোল্লারকুল গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনের নামে গত বুধবার মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

উপজেলার মোল্লারকুল গ্রামের কৃষক অসিত কুমার বিশ্বাস বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে ঘটনার রাতে তাঁর ৩৩ শতাংশের একমাত্র বরজে দুষ্কৃতকারীরা বিষ দেয়। এতে বরজের সব পানসহ পানের লতা মারা যায়। এক বছর ধরে বরজ প্রস্তুত করেছিলেন। পান মাত্র বিক্রি করার মতো হয়েছিল।

তিনি বলেন, ‘বরজ প্রস্তুতের সময় একটি পক্ষ বাধা দিয়েছিল। এ ছাড়া এ গ্রামেরই কুমুদ চন্দ্র খাঁ তাঁর স্ত্রীকে বারবার খারাপ প্রস্তাব দিয়ে ব্যর্থ হন, এঁরা ছাড়া ক্ষতি করার মতো আর কেউ নেই, তাই এঁরাই আমার বরজে বিষ দিয়েছে বলে সন্দেহ করি।’

অসিত কুমার বিশ্বাসের স্ত্রী বলেন, দেনার দায়ে তাঁর স্বামী প্রায় আড়াই মাস জেলহাজতে ছিলেন। ওই সুযোগে একই এলাকার কুমুদ চন্দ্র খাঁ তাঁকে খারাপ প্রস্তাব দেওয়াসহ সব ধরনের সাহায্য করতে চান। এরপরও বিভিন্ন অজুহাতে বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করেন। ভয়ে ও সম্মান রক্ষার জন্য তিনি স্বামীর বাড়ি ছেড়ে তাঁর বাবার বাড়িতে থাকেন।

অভিযুক্ত কুমুদ চন্দ্র খাঁ বলেন, ‘তাঁদের সাথে (ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার) আমার ভালো সম্পর্ক, গ্রামের লোকজনের থেকে আপনারা জানতে পারবেন।’ এরপর ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন তিনি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা (এসআই) মিলন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিষ প্রয়োগকারীকে কেউ দেখেনি, সেহেতু বিষয়টি জটিল। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত