বহুব্রীহি ব্যান্ডের প্রথম অ্যালবাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

২০১৭ সালে অনিক অন্তর ও রাকিব মেজবাহ শুরু করেন ব্যান্ড বহুব্রীহি। এরপর তুষার হোসাইন ও মোহাম্মদ ইয়াসিন জয়েন করেন তাঁদের দলে। ব্যান্ড গঠন করার পর জনপ্রিয় বাংলা গান কভার করা শুরু করে দলটি। ব্যান্ড প্রতিষ্ঠার কিছু সময় পর বহুব্রীহিতে যোগ দেন রাফি। তাঁদের কভার করা ‘কফি হাউস’, ‘ওরে নীল দরিয়া’, ‘সে যে বসে আছে’ গানগুলো দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সেই ভালোবাসাকে পুঁজি করেই এগিয়ে চলা ব্যান্ডটির।

ব্যান্ড প্রতিষ্ঠার সাত বছর পর নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে আসছে বহুব্রীহি। অ্যালবামের নাম ‘অনভিযোগ’। এতে গান থাকছে ছয়টি। ইতিমধ্যে অ্যালবামের টাইটেল গান ‘অনভিযোগ’ ও ‘একাকীত্ব-৭৬’ শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। বাকি চারটি গানসহ মোট ছয়টি গানের অডিও প্রকাশ পাবে ৩০ জানুয়ারি। শোনা যাবে ইউটিউব ও স্পটিফাইতে। পর্যায়ক্রমে প্রকাশ করা হবে মিউজিক ভিডিও।

ব্যান্ডের গিটারিস্ট রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘কভার সং করার পর শ্রোতাদের এত ভালোবাসাকে সঙ্গী করে আমরা সিদ্ধান্ত নিই নিজেদের গান করার। অনিক ভাই একদিন বলেন, অন্যের গান গেয়ে এত ভালোবাসা ডিজার্ভ করা ঠিক নয়। আমাদের নিজেদের গান নিয়ে আসতে হবে। তখন থেকে অ্যালবামের পরিকল্পনা শুরু।’ 
নতুন অ্যালবাম নিয়ে রাফি বলেন, ‘অনভিযোগ অ্যালবামে আমরা চেষ্টা করেছি প্রতিটি গানের মধ্যে ভিন্নতা রাখার। এখানে স্যাড, পপ রক, ফোক—সব ঘরানার গান রেখেছি। অনেকের ধারণা ছিল, বহুব্রীহি হয়তো ফোক ও পপ ঘরানার গান করে। এই অ্যালবাম শুনলে তাঁদের ধারণা বদলে যাবে।’

ব্যান্ডের লাইনআপ
অনিক অন্তর (কণ্ঠ)
রাশিদুল ইসলাম রাফি (গিটার)
মোহাম্মদ ইয়াসিন (বেজ)
তুষার হোসাইন (ড্রামস)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত