Ajker Patrika

ভিটামিন ডির ঘাটতি পূরণে

ডা. মো. মাজহারুল হক তানিম
ভিটামিন ডির ঘাটতি পূরণে

ভিটামিন ডি এমন একটি ভিটামিন, যা আমাদের হাড় গঠনের জন্য প্রয়োজন। আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে ভিটামিন ডির উপস্থিতিতে। ভিটামিন ডি আমাদের শরীরের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, জীবাণুর বিরুদ্ধে কাজ করে, স্নায়ু ও মাংসপেশির সুরক্ষা সাধন করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। 

ভিটামিন ডির উৎস
সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বক ভিটামিন ডি উৎপন্ন করতে পারে। অর্থাৎ ভিটামিন ডির খুব ভালো উৎস সূর্যের আলো। যাঁরা সূর্যের আলোতে কম যান বা একেবারেই যান না, তাঁদের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিতে পারে। সূর্যের আলো ছাড়াও সামুদ্রিক মাছ ভিটামিন ডির উৎকৃষ্ট উৎসগুলোর মধ্য়ে একটি। এ ছাড়া ডিমের কুসুম, কলিজা, মাখন ও পনিরে ভিটামিন ডি পাওয়া যায়। এখন কিছু খাবার, যেমন দুধ, মাশরুম ও টক দইয়ে ভিটামিন ডি ফর্টিফাইড করা হচ্ছে। ‍        

ভিটামিন ডি ঘাটতির লক্ষণ

শিশুদের ক্ষেত্রে

  • গ্রোথ বা বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
  • হাড়ে ব্যথা।
  • মাংসপেশিতে ব্যথা।
  • পা বেঁকে যাওয়া।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে

  • দুর্বলতা।
  • শরীরে ব্যথা।
  • হাত-পা কামড়ানো।
  • বিষণ্নতা।

ঘাটতি প্রতিরোধে করণীয়

  • প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্য়ে শরীরে সূর্যের আলো লাগানো।
  • শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূরক খাওয়া।
  • ভিটামিন ডির ঘাটতি সম্পর্কে সচেতন হওয়া। 

ঘাটতি ও রোগ
ভিটামিন ডির ঘাটতির সঙ্গে কিছু দীর্ঘমেয়াদি রোগের সম্পর্ক পাওয়া গেছে বিভিন্ন গবেষণায়। যেমন—ডায়াবেটিস, অ্যালার্জি, অ্যাজমা, রিওম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি।

এ ছাড়া শিশুদের রিকেটস ও প্রাপ্তবয়স্কদের অস্টিওপরোসিসের সঙ্গে ভিটামিন ডি ঘাটতির সম্পর্ক রয়েছে। 

ভিটামিন ডি ঘাটতির চিকিৎসা

  • নিয়মিত সূর্যের আলো গায়ে মাখতে হবে।
  • ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খেতে হবে।

ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত