এনামুল হক, ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইটভাটা রয়েছে ৩১টি। এগুলোর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে মাত্র ৮টি। বাকি ২৩টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। কিন্তু তাতে থেমে নেই ইট পোড়ানো। নিয়ম না মেনে কৃষি ও আবাসিক এলাকায় এসব ইটভাটা গড়ে উঠলেও প্রশাসন কার্যত নীরব। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ইটভাটা এলাকায় মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি উৎপাদনও।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ১৩টি উপজেলায় ইটভাটা রয়েছে ২৯৭টি। এগুলোর মধ্যে পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র ৫৫টির। বাকিগুলোর কোনো ছাড়পত্র নেই। ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নে ইটভাটা রয়েছে ৩১টি। এর মধ্যে মাত্র ৮টির ছাড়পত্র রয়েছে। অন্যগুলোর কোনো ছাড়পত্র নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আবাসিক এলাকার পাশে, বাজার ঘেঁষে, প্রতিষ্ঠানের কাছে, কৃষিজমিতে গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটার উঁচু চিমনির কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া ইটভাটায় ঘটছে শব্দদূষণও।
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামে প্রায় তিন হাজার পরিবার রয়েছে। ওই এলাকায় কৃষিজমিতে আবাসিক এলাকায় পাকা সড়কের পাশে মেসার্স রুপা ব্রিকস ও দোয়েল ব্রিকস নামে দুটি ইটভাটা অল্প দূরত্বে স্থাপন করা হয়েছে। ওই গ্রামের বাজারে সব সময় ক্রেতা-বিক্রেতা থাকেন। অথচ বাজারের দুই পাশে কৃষিজমিতে ইটভাটা দুটি রয়েছে।
ওই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, ইটভাটার কারণে ফসল ভালো হয় না। গাছগাছালিতে তুলনামূলকভাবে ফলন কম হয়। ইটভাটার শব্দের যন্ত্রণা তো প্রতিনিয়ত আছেই।
শাহিন মিয়া নামে আরেকজন জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। তা ছাড়া ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটার একজন কয়লাশ্রমিক জানান, প্রতিদিন একটি ভাটায় তিন-চার টন কয়লা পোড়ানো হয়। কয়লা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া বের হতে থাকে।
এ বিষয়ে রুপা ব্রিকসের মালিক রুহুল আমিনের ভাগনে রিপন মিয়া বলেন, রুপা ব্রিকসের ছাড়পত্র নেই, ঠিক আছে। কিন্তু ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
ময়মনসিংহ পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সভাপতি অধ্যক্ষ শাহাব উদ্দিন বলেন, ‘পরিবেশরক্ষার জন্য বারবার মানববন্ধনসহ বিভিন্নভাবে প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। যেসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই, পরিবেশরক্ষায় সেগুলো দ্রুত বন্ধ করা দরকার।’
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীতেশ চন্দ্র সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটায় ইট পোড়ানো চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ছাড়া উপজেলা প্রশাসন যেকোনো মুহূর্তে অভিযান চালাবে বলেও তিনি জানান।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। এ বছর ৪৭টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি অনেক ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান আরও জোরদার করা হবে এবং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইটভাটা রয়েছে ৩১টি। এগুলোর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে মাত্র ৮টি। বাকি ২৩টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। কিন্তু তাতে থেমে নেই ইট পোড়ানো। নিয়ম না মেনে কৃষি ও আবাসিক এলাকায় এসব ইটভাটা গড়ে উঠলেও প্রশাসন কার্যত নীরব। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ইটভাটা এলাকায় মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি উৎপাদনও।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ১৩টি উপজেলায় ইটভাটা রয়েছে ২৯৭টি। এগুলোর মধ্যে পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র ৫৫টির। বাকিগুলোর কোনো ছাড়পত্র নেই। ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নে ইটভাটা রয়েছে ৩১টি। এর মধ্যে মাত্র ৮টির ছাড়পত্র রয়েছে। অন্যগুলোর কোনো ছাড়পত্র নেই।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আবাসিক এলাকার পাশে, বাজার ঘেঁষে, প্রতিষ্ঠানের কাছে, কৃষিজমিতে গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটার উঁচু চিমনির কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া ইটভাটায় ঘটছে শব্দদূষণও।
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামে প্রায় তিন হাজার পরিবার রয়েছে। ওই এলাকায় কৃষিজমিতে আবাসিক এলাকায় পাকা সড়কের পাশে মেসার্স রুপা ব্রিকস ও দোয়েল ব্রিকস নামে দুটি ইটভাটা অল্প দূরত্বে স্থাপন করা হয়েছে। ওই গ্রামের বাজারে সব সময় ক্রেতা-বিক্রেতা থাকেন। অথচ বাজারের দুই পাশে কৃষিজমিতে ইটভাটা দুটি রয়েছে।
ওই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, ইটভাটার কারণে ফসল ভালো হয় না। গাছগাছালিতে তুলনামূলকভাবে ফলন কম হয়। ইটভাটার শব্দের যন্ত্রণা তো প্রতিনিয়ত আছেই।
শাহিন মিয়া নামে আরেকজন জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। তা ছাড়া ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটার একজন কয়লাশ্রমিক জানান, প্রতিদিন একটি ভাটায় তিন-চার টন কয়লা পোড়ানো হয়। কয়লা দেওয়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া বের হতে থাকে।
এ বিষয়ে রুপা ব্রিকসের মালিক রুহুল আমিনের ভাগনে রিপন মিয়া বলেন, রুপা ব্রিকসের ছাড়পত্র নেই, ঠিক আছে। কিন্তু ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।
ময়মনসিংহ পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সভাপতি অধ্যক্ষ শাহাব উদ্দিন বলেন, ‘পরিবেশরক্ষার জন্য বারবার মানববন্ধনসহ বিভিন্নভাবে প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করছে না। যেসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই, পরিবেশরক্ষায় সেগুলো দ্রুত বন্ধ করা দরকার।’
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীতেশ চন্দ্র সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটায় ইট পোড়ানো চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ছাড়া উপজেলা প্রশাসন যেকোনো মুহূর্তে অভিযান চালাবে বলেও তিনি জানান।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। এ বছর ৪৭টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি অনেক ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান আরও জোরদার করা হবে এবং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে