Ajker Patrika

হুহু করে বাড়ছে করোনা রোগী

ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
হুহু করে বাড়ছে করোনা রোগী

মাগুরায় চলতি মাসের মধ্য পর্যায় থেকে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে চলতি সপ্তাহে শনাক্তের হার ৪৪ শতাংশ। স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমান বৈরী আবহাওয়ার কারণে করোনার উপসর্গ নিয়ে অনেকে পরীক্ষা করাতে বুথগুলোতে আসছেন।

জেলায় গত শনিবারে করোনা রোগীর সংখ্যা ১০ জন, যেখানর নমুনা ছিল ৩৩, গত রোববার ৩৭ নমুনায় করোনা পজিটিভ ১০ এবং গতকাল সোমবার ৩৩ নমুনায় করোনা শনাক্ত রোগী ১৪ জন। এর মধ্যে ৭৪ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে এসব রোগীর স্বাস্থ্য গত ঝুঁকি তেমন একটা নেই বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে অনেকেরই করোনার টিকা নেওয়া ছিল। কেউবা বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন এমন তথ্য পাওয়া গেছে।।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছীন কবির সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন বলে গতকাল সোমবার জানা গেছে। বুস্টার ডোজ নেওয়ার পরও সপরিবারে করোনায় আক্রান্ত বলে গতকাল সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট করেন।

এদিকে মাগুরা সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে গতকাল সোমবার পর্যন্ত ৪ জন। তাঁরা করোনা পজিটিভ ছাড়াও আগে থেকে নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের থেকে জানা যায়, এবার করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা অনেকেই সাধারণ সর্দি জ্বর নিয়ে আছেন। তবে আগের উপসর্গ যেমন শ্বাস কষ্ট তা এবার কম রোগীর মাঝে পাওয়া গেছে।

মাগুরায় করোনা রোগীরা কোনো ভ্যারিয়েন্ট তা এখনই বলা সম্ভব নয় বলে জানান সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান। করোনা শনাক্ত হলে সাধারণ চিকিৎসা দিলে তা ঠিক হবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘বর্তমান অবশ্যই মাস্ক পড়ে বের হতে হবে। সেই সঙ্গে টিকা যারা নেননি তাঁদের টিকা নিয়ে নিতে হবে।’

মাগুরায় গত ৮ দিনে ৭৭ জন (রোববার) করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন বিকেলে করোনার আপডেট জানানো হয় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে। তবে গতকাল সোমবারেও ১০ থেকে ১৫ জন করোনা রোগী শনাক্ত হতে পারে বলে জানা গেছে।।

এদিকে করোনা বাড়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। শহরে দোকান, মার্কেটে ভিড় থাকলেও মানুষের মাঝে মাস্ক ব্যবহার বেড়েছে। এ অবস্থায় জেলা প্রশাসন থেকে বিধিনিষেধ মানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে গত রোববার থেকে। এতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ টিকার কার্ড সঙ্গে রাখত মানুষকে সচেতন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত