বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
দরপত্রে দাখিল করা টাকার চেয়ে কম টাকায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান দরপত্র মূল্যায়ন কমিটির রেজুলেশনে স্বাক্ষর দেননি। তবে ব্যবস্থাপনা কমিটির দাবি, ইজারায় কোনো অনিয়ম হয়নি।
সূত্র জানায়, হাইকোর্টে রিটের কারণে আইনি জটিলতায় প্রায় ১৪ মাস কোলা হাটের কোনো ইজারাদার ছিলেন না। পরে বিষয়টি নিষ্পত্তির পর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন গত ২৯ জুলাই পত্রিকায় হাট ইজারাদারের বিজ্ঞপ্তি দেন। বাংলা বছরের হিসেবে অবশিষ্ট আট মাসের জন্য এই দরপত্র খোলা হয় গত ১৭ আগস্ট।
জেলার মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের মো. এনামুল হক, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ হোসেন ও নওগাঁ সদর উপজেলার আতিকুজ্জামান আলী দরপত্রে অংশ নেন। তিনজনের মধ্যে এনামুল হক সর্বোচ্চ দরদাতা। তিনি ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা এবং সাজ্জাদ হোসেন ৫৫ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা ও অতিকুজ্জামান ৩৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার দর দেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হকের কাছ থেকে মূলত অনেক কম টাকা নিয়ে হাটের ইজারা দেওয়া হয়েছে। তিনি এখন হাট থেকে হাসিল আদায় করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার চেয়ে এনামুল হকের দর অনেক বেশি থাকায় নিয়মানুযায়ী তাঁকেই হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু পরে এনামুল হকের কাছে ৪৬ লাখ ৬৩ হাজার ৬৯৬ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। যোগসাজশ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। ইউএনও রাজস্ব ফাঁকির দায় কোনোভাবে এড়াতে পারেন না।’
এদিকে হাটের আগের ইজারাদার ও রিট পিটিশন মামলার বাদী ফেরদৌস হোসেন দাবি করেন, মামলাটি চলমান থাকা অবস্থায় ঈদুল আজহার পর ইউএনও আলপনা ইয়াসমীন তাঁর কার্যালয়ে ফেরদৌসকে ডেকে নিয়ে মামলা নিষ্পত্তির জন্য একটি লিখিত কাগজে জোর করে স্বাক্ষর নেন। তিনি ইউএনওর চাপের মুখে স্বাক্ষর দেন।
বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন বলেন, ‘ইজারায় ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা সর্বোচ্চ দর ছিল। শিডিউলে দেওয়া দরের চেয়ে একটি টাকাও কম নেওয়ার এখতিয়ার কারও নেই। কিন্তু শিডিউলে দেওয়া দরের চেয়ে অনেক কম টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। এটা গুরুতর অনিয়ম বলে মনে করছি। এর ফলে ইজারার দরপত্রে মূল্যায়ন কমিটির রেজুলেশনে আমি স্বাক্ষর করিনি, আর কখনো করবও না। এ জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, ১৭ আগস্ট দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাস হাসিল আদায়ের সময় বাদ দিয়ে আনুপাতিক হারে ইজারার টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালার আলোকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
দরপত্রে দাখিল করা টাকার চেয়ে কম টাকায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান দরপত্র মূল্যায়ন কমিটির রেজুলেশনে স্বাক্ষর দেননি। তবে ব্যবস্থাপনা কমিটির দাবি, ইজারায় কোনো অনিয়ম হয়নি।
সূত্র জানায়, হাইকোর্টে রিটের কারণে আইনি জটিলতায় প্রায় ১৪ মাস কোলা হাটের কোনো ইজারাদার ছিলেন না। পরে বিষয়টি নিষ্পত্তির পর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমীন গত ২৯ জুলাই পত্রিকায় হাট ইজারাদারের বিজ্ঞপ্তি দেন। বাংলা বছরের হিসেবে অবশিষ্ট আট মাসের জন্য এই দরপত্র খোলা হয় গত ১৭ আগস্ট।
জেলার মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের মো. এনামুল হক, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাজ্জাদ হোসেন ও নওগাঁ সদর উপজেলার আতিকুজ্জামান আলী দরপত্রে অংশ নেন। তিনজনের মধ্যে এনামুল হক সর্বোচ্চ দরদাতা। তিনি ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা এবং সাজ্জাদ হোসেন ৫৫ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা ও অতিকুজ্জামান ৩৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার দর দেন।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এনামুল হকের কাছ থেকে মূলত অনেক কম টাকা নিয়ে হাটের ইজারা দেওয়া হয়েছে। তিনি এখন হাট থেকে হাসিল আদায় করছেন।
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার চেয়ে এনামুল হকের দর অনেক বেশি থাকায় নিয়মানুযায়ী তাঁকেই হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু পরে এনামুল হকের কাছে ৪৬ লাখ ৬৩ হাজার ৬৯৬ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়। যোগসাজশ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। ইউএনও রাজস্ব ফাঁকির দায় কোনোভাবে এড়াতে পারেন না।’
এদিকে হাটের আগের ইজারাদার ও রিট পিটিশন মামলার বাদী ফেরদৌস হোসেন দাবি করেন, মামলাটি চলমান থাকা অবস্থায় ঈদুল আজহার পর ইউএনও আলপনা ইয়াসমীন তাঁর কার্যালয়ে ফেরদৌসকে ডেকে নিয়ে মামলা নিষ্পত্তির জন্য একটি লিখিত কাগজে জোর করে স্বাক্ষর নেন। তিনি ইউএনওর চাপের মুখে স্বাক্ষর দেন।
বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম খাঁন বলেন, ‘ইজারায় ৭১ লাখ ৩২ হাজার ৭১১ টাকা সর্বোচ্চ দর ছিল। শিডিউলে দেওয়া দরের চেয়ে একটি টাকাও কম নেওয়ার এখতিয়ার কারও নেই। কিন্তু শিডিউলে দেওয়া দরের চেয়ে অনেক কম টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। এটা গুরুতর অনিয়ম বলে মনে করছি। এর ফলে ইজারার দরপত্রে মূল্যায়ন কমিটির রেজুলেশনে আমি স্বাক্ষর করিনি, আর কখনো করবও না। এ জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।’
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইউএনও আলপনা ইয়াসমীন বলেন, ১৭ আগস্ট দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাস হাসিল আদায়ের সময় বাদ দিয়ে আনুপাতিক হারে ইজারার টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালার আলোকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে