কারাগার পরিদর্শনে উপমহাপরিদর্শক

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ৩২
Thumbnail image

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী দুই হাজতির হাতাহাতিতে কারারক্ষীসহ অন্য হাজতি আহতের ঘটনায় গত রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেন। তিনি কারাগারের ভেতরে প্রবেশ করে বন্দীদের সঙ্গে কথা বলেন।

শেষে কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেন বলেন, কারাগার পরিদর্শন করে বন্দীসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। হাতাহাতির ঘটনাসহ কারাগারের সার্বিক বিষয় তিনি দেখভাল করছেন। তবে বিষয়টি নিয়ে দ্রুতই জেল সুপার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার দুপুরে কারাগারের ভেতরে হঠাৎ দুই হাজতির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই কারারক্ষীসহ চার হাজতি আহত হন। ঘটনার পর অভিযুক্ত শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও ওসি নামের তিন হাজতিকে স্থানান্তর করা হয় দিনাজপুর জেলা কারাগারে। কাঞ্চন ও সৈকত ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রকি হত্যা মামলার আসামি।

এদিকে জেলা কারাগারে হাতাহাতির ঘটনা ফাঁসের পর নতুন করে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে জেলারের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জেলার আমজাদ হোসেন দাবি করে বলেন, ‘যারা এগুলো বলছেন, তাঁরা মিথ্যা কথা বলছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত