সরিষার ভালো ফলনের আশা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সরিষা চাষের জন্য বিরাজ করছে অনুকূল আবহাওয়া। এখন পর্যন্ত দেখা যায়নি তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ। এ অবস্থা বহাল থাকলে এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সরিষা খেতে হলুদের সমারোহ। সরিষা ফুলের অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। অনেকেই হলুদ রঙের লোভ সামলাতে না পেরে ফসলি জমিতে নেমে পড়েন সেলফি তুলতে। সেই সঙ্গে ফুল থেকে মৌমাছির ঝাঁকের মধু সংগ্রহ চোখে পড়ে। আর খেতে খেতে উড়ে বেড়াচ্ছিল পাখির দল, খাচ্ছিল বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়।

উপজেলার মীরনগর গ্রামের সরিষাচাষি আব্দুর ছামাদ বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও জমিতে সরিষা বুনেছি। সরিষা অত্যন্ত লাভজনক ফসল। এ বছর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ও আবহাওয়া অনুকূল থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা আছে।’

উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের সরিষাচাষি আওয়াল মিয়া বলেন, তিনি এ বছরেও ৭০ শতক জমিতে সরিষা বুনেছেন। এক বিঘা জমিতে সরিষা বুনতে খরচ হয় ১০ হাজার টাকা। ফলন আসে ১০-১২ মণ। বর্তমান বাজারদরে বিক্রি করলে ৪৫-৫০ হাজার টাকা বিক্রি করা যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে চলতি রবি মৌসুমে ১১ হাজার ৮২৫ হেক্টর জমিতে সরিষার বীজ রোপণ করা হয়েছে, যা গতবারের চেয়ে বেশি। উপজেলায় অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদনে খরচও কম হয়।

অন্যদিকে বাজারে ভালো দাম থাকায় চাষিদের সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। এবার আবহাওয়া অনুকূলে আছে। উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত