গাজীপুর প্রতিনিধি
করোনার কারণে দুই বছর বিরতির পর আবারও গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দুই পর্বে হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম এই জমায়েত।
তবে কারা প্রথম পর্বে ইজতেমার আয়োজন করবে তা এখনো মীমাংসা হয়নি। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। তাবলিগ জামাতের মুরব্বি, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদের তীরে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা; কিন্তু করোনার প্রভাবে গত দুই বছর এই ইজতেমা হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের মেহমান আসেন এই ইজতেমায়।
সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল। দুই বছর বিরতির পর ২০২২ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
তাবলিগের মুরব্বিরা জানান, ২০২২ সালের ইজতেমা আয়োজনের জন্য অনেক দিন থেকেই কথাবার্তা চলছিল। এজন্য আগামী বছরের ৬, ৭ ও ৮ জানুয়ারির (শুক্র, শনি ও রোববার) প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি (শুক্র, শনি ও রোববার) দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে ভারতের মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা সাদের একটি বক্তব্য ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এতে নিরাপত্তার কারণে কয়েক বছর আগে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছিল। বর্তমানে ইজতেমা আয়োজনে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপ মাওলানা সাদ অনুসারী এবং অন্যটি মাওলানা যোবায়ের অনুসারী হিসেবে পরিচিত।
মাওলানা সাদ অনুসারী মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মূল সমস্যা—কারা প্রথম ও কারা দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করবে। আমরা প্রথম পর্বে ইজতেমা আয়োজন করতে চাই।’
মাওলানা যোবায়ের অনুসারী মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, ‘কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাসোহারা হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় আবারও ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।’
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন বলেন, ইজতেমার প্রস্তুতিবিষয়ক একটি আন্তমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হবে।
গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে সভায় ইজতেমার তারিখ ঠিক করা হবে।
করোনার কারণে দুই বছর বিরতির পর আবারও গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দুই পর্বে হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম এই জমায়েত।
তবে কারা প্রথম পর্বে ইজতেমার আয়োজন করবে তা এখনো মীমাংসা হয়নি। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে। তাবলিগ জামাতের মুরব্বি, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদের তীরে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা; কিন্তু করোনার প্রভাবে গত দুই বছর এই ইজতেমা হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের মেহমান আসেন এই ইজতেমায়।
সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল। দুই বছর বিরতির পর ২০২২ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
তাবলিগের মুরব্বিরা জানান, ২০২২ সালের ইজতেমা আয়োজনের জন্য অনেক দিন থেকেই কথাবার্তা চলছিল। এজন্য আগামী বছরের ৬, ৭ ও ৮ জানুয়ারির (শুক্র, শনি ও রোববার) প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি (শুক্র, শনি ও রোববার) দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে ভারতের মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা সাদের একটি বক্তব্য ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এতে নিরাপত্তার কারণে কয়েক বছর আগে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছিল। বর্তমানে ইজতেমা আয়োজনে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপ মাওলানা সাদ অনুসারী এবং অন্যটি মাওলানা যোবায়ের অনুসারী হিসেবে পরিচিত।
মাওলানা সাদ অনুসারী মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মূল সমস্যা—কারা প্রথম ও কারা দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করবে। আমরা প্রথম পর্বে ইজতেমা আয়োজন করতে চাই।’
মাওলানা যোবায়ের অনুসারী মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, ‘কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাসোহারা হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় আবারও ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।’
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন বলেন, ইজতেমার প্রস্তুতিবিষয়ক একটি আন্তমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হবে।
গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে সভায় ইজতেমার তারিখ ঠিক করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪