Ajker Patrika

নৌকার প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০০
নৌকার প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা বাজারে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের পাশের দোকানপাটেও ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাহতা বাজারে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর অফিস রয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ ট্রলার ও অন্যান যানবাহনে করে ২০-২২ জন লোক এসে নৌকার অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। তখন অফিসে যারা ছিলেন তাদের চিৎকার শুনে আমরা দৌড়ে গেলে হামলাকারীরা ট্রলার ও অন্যান্য যানবাহনে করে দ্রুত পালিয়ে যায়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান পল্টন চন্দ্র সরকার বলেন, আমার নির্বাচনী অফিসে বসে কর্মী সমর্থকেরা আলোচনা করছিলেন। আমি তখন ওই এলাকায় ছিলাম না। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় আমার অপেক্ষায় বসা ছিলেন তারা। এমন সময় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চঞ্চলের লোকজন এসে অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে। তখন তারা সাত্তার (৪০) নামে আমার এক কর্মীকে মারধর করেছে। আমার আরেক কর্মীকে তারা তুলে নিয়ে গেছে।

বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী পল্টন চন্দ্র সরকার আরও বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই হামলা করেছে। আমার নির্বাচনী অফিসে হামলার কিছুক্ষণ পরেই স্বতন্ত্র প্রার্থী ঘোড়ার সমর্থকেরা হাতে লাঠি-সোঁটা নিয়ে আবার মিছিল করে। আমার এক কর্মীর ওপর তখন আবারও হামলা করে। আমি বিষয়টি বারহাট্টা থানায় জানিয়েছি। এ বিষয়ে একটা লিখিত অভিযোগও আমি থানায় দিয়েছি। আশা করছি হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মিজানুর রহমান চঞ্চল নৌকার অফিসে হামলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান, নৌকার সমর্থকেরা সন্ধ্যায় আমার সাহতা বাজরের অফিসে অতর্কিত হামলা চালায়। হামলার সময় আমার দুইজন কর্মী বাধা দিলে একজনের হাতে ও আরেকজনের মাথায় আঘাত পায়।

বারহাট্টা ওসি মিজানুর রহমান বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। নৌকার প্রার্থীর একটা লিখিত অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত