আজকের পত্রিকা ডেস্ক
সুনামগঞ্জে বোরো ফসল রক্ষায় বাঁধের গুরুত্বপূর্ণ ৭৫টি অংশের কাজ এখনো শুরু হয়নি। অথচ এ কাজ শুরু হওয়ায় কথা ছিল গত ১৫ ডিসেম্বর আর শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। তবে এক মাসের বেশি সময় পরও গুরুত্বপূর্ণ ৭৫টি প্রকল্পের কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে আগাম বন্যা হলে ফসলহানির আশৃঙ্কা করছেন কৃষকেরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জের ৫২টি হাওরে এবার ৭২০টি বাঁধের কাজ করা হবে। এ কাজ বাস্তবায়ন করবে ৬৯৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। যা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে গত রোববার পর্যন্ত ৭২০টি প্রকল্পের মধ্যে ৪৫১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁধের সংখ্যা ২০৬। এর মধ্যে ১৩১টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে তাহিরপুর, ধর্মপাশা ও শাল্লা উপজেলায় এখনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়ে শঙ্কা।
শাল্লা: শাল্লার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য এবার ১৩৮টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৩৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। যথাসময়ে কাজ শুরু না হওয়ায় শঙ্কিত হাওরপাড়ের কৃষকেরা।
স্থানীয় কৃষক বাদল চন্দ্র দাস বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নই। পাউবো কাজের হিসাবের সঙ্গে মাঠের অবস্থার কোনো মিল নেই। সিংহভাগ প্রকল্পের কাজই শুরু হয়নি। পুরোদমে বাঁধ নির্মাণ শুরু নিয়ে চিন্তিত রয়েছি।’
পাউবোর কর্মকর্তা সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ুম বলেন, হাওর থেকে পানি ধীরে নামায় জরিপের কাজ ও প্রকল্প নির্ধারণে সময় বেশি লেগেছে। আবার উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থাকায় পিআইসি গঠনও সময়মতো করা যায়নি।
জগন্নাথপুর: জগন্নাথপুর ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের একটি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এক মাসের বেশি সময় বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা পাউবোর তথ্যমতে, ২৮টি প্রকল্পের জন্য এবার প্রাথমিকভাবে তিন কোটি ২১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ৫ জানুয়ারি উপজেলা কমিটির সভায় ২৮ প্রকল্পের কমিটি অনুমোদন করা হয়।
পাউবো উপজেলার মাঠ কর্মকর্তা ও ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সদস্যসচিব হাসান গাজী বলেন, ‘নানা কারণে এবার হাওরে বাঁধের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আমরা প্রকল্প কমিটিগুলোকে কার্যাদেশ ও প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছি। আশা করছি আগামী সপ্তাহে সব কটি প্রকল্প কমিটিকে প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শুরু করাতে পারব।’
তাহিরপুর: তাহিরপুর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে মোট ৬২টি ফসল রক্ষা বাঁধ নির্মাণ (পিআইসি) কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে পিআইসি কমিটি গঠন করা হলেও হাওরে মাত্র হাতে গোনা দু-চারটি ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের শুরু হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজ এখনো শুরু হয়নি।
মাটিয়ান হাওরপাড়ের কৃষক ইসলাম উদ্দিন বলেন, ‘অকাল বন্যা থেকে রক্ষা পেতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানাই।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. রায়হান কবির বলেন, ‘চলতি সপ্তাহে উপজেলার সব কটি ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। আশা করি নির্দিষ্ট সময়ে বাঁধ নির্মাণকাজ শেষ হবে।’
জামালগঞ্জ: ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের কাবিটার ৩৬টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার হালি, পাগনা, মিনি পাগনা, শনিসহ ছোট-বড় ছয়টি হাওরের প্রায় ২৬ হাজার কৃষকের ২৫ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘হাওরে এ বছর বাঁধের কাজে আমরা হতাশ। যে প্রক্রিয়ায় কাজ চলছে এভাবে চলতে থাকলে ফসলের জন্য হুমকি।’
সুনামগঞ্জ পাউবো-২ নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘বাঁধের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে শেষ করতে বলা হয়েছে।’
(প্রতিবেদন করতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জের জাকির হোসেন, শাল্লার বিপ্লব চন্দ্র রায়, জগন্নাথপুরের জুয়েল আহমেদ, তাহিরপুরের রাজন চন্দ ও জামালগঞ্জের মো. বায়েজিদ বিন ওয়াহিদ)
সুনামগঞ্জে বোরো ফসল রক্ষায় বাঁধের গুরুত্বপূর্ণ ৭৫টি অংশের কাজ এখনো শুরু হয়নি। অথচ এ কাজ শুরু হওয়ায় কথা ছিল গত ১৫ ডিসেম্বর আর শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। তবে এক মাসের বেশি সময় পরও গুরুত্বপূর্ণ ৭৫টি প্রকল্পের কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে আগাম বন্যা হলে ফসলহানির আশৃঙ্কা করছেন কৃষকেরা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তথ্যমতে, সুনামগঞ্জের ৫২টি হাওরে এবার ৭২০টি বাঁধের কাজ করা হবে। এ কাজ বাস্তবায়ন করবে ৬৯৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। যা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে গত রোববার পর্যন্ত ৭২০টি প্রকল্পের মধ্যে ৪৫১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁধের সংখ্যা ২০৬। এর মধ্যে ১৩১টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে তাহিরপুর, ধর্মপাশা ও শাল্লা উপজেলায় এখনো দৃশ্যমান কাজ শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়ে শঙ্কা।
শাল্লা: শাল্লার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য এবার ১৩৮টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৩৪টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। যথাসময়ে কাজ শুরু না হওয়ায় শঙ্কিত হাওরপাড়ের কৃষকেরা।
স্থানীয় কৃষক বাদল চন্দ্র দাস বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নই। পাউবো কাজের হিসাবের সঙ্গে মাঠের অবস্থার কোনো মিল নেই। সিংহভাগ প্রকল্পের কাজই শুরু হয়নি। পুরোদমে বাঁধ নির্মাণ শুরু নিয়ে চিন্তিত রয়েছি।’
পাউবোর কর্মকর্তা সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ুম বলেন, হাওর থেকে পানি ধীরে নামায় জরিপের কাজ ও প্রকল্প নির্ধারণে সময় বেশি লেগেছে। আবার উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থাকায় পিআইসি গঠনও সময়মতো করা যায়নি।
জগন্নাথপুর: জগন্নাথপুর ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের একটি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এক মাসের বেশি সময় বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা পাউবোর তথ্যমতে, ২৮টি প্রকল্পের জন্য এবার প্রাথমিকভাবে তিন কোটি ২১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ৫ জানুয়ারি উপজেলা কমিটির সভায় ২৮ প্রকল্পের কমিটি অনুমোদন করা হয়।
পাউবো উপজেলার মাঠ কর্মকর্তা ও ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার তদারক কমিটির সদস্যসচিব হাসান গাজী বলেন, ‘নানা কারণে এবার হাওরে বাঁধের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আমরা প্রকল্প কমিটিগুলোকে কার্যাদেশ ও প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছি। আশা করছি আগামী সপ্তাহে সব কটি প্রকল্প কমিটিকে প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শুরু করাতে পারব।’
তাহিরপুর: তাহিরপুর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে মোট ৬২টি ফসল রক্ষা বাঁধ নির্মাণ (পিআইসি) কমিটি গঠন করা হয়েছে। যথাসময়ে পিআইসি কমিটি গঠন করা হলেও হাওরে মাত্র হাতে গোনা দু-চারটি ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের শুরু হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজ এখনো শুরু হয়নি।
মাটিয়ান হাওরপাড়ের কৃষক ইসলাম উদ্দিন বলেন, ‘অকাল বন্যা থেকে রক্ষা পেতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানাই।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. রায়হান কবির বলেন, ‘চলতি সপ্তাহে উপজেলার সব কটি ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। আশা করি নির্দিষ্ট সময়ে বাঁধ নির্মাণকাজ শেষ হবে।’
জামালগঞ্জ: ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের কাবিটার ৩৬টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার হালি, পাগনা, মিনি পাগনা, শনিসহ ছোট-বড় ছয়টি হাওরের প্রায় ২৬ হাজার কৃষকের ২৫ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘হাওরে এ বছর বাঁধের কাজে আমরা হতাশ। যে প্রক্রিয়ায় কাজ চলছে এভাবে চলতে থাকলে ফসলের জন্য হুমকি।’
সুনামগঞ্জ পাউবো-২ নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ‘বাঁধের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে শেষ করতে বলা হয়েছে।’
(প্রতিবেদন করতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জের জাকির হোসেন, শাল্লার বিপ্লব চন্দ্র রায়, জগন্নাথপুরের জুয়েল আহমেদ, তাহিরপুরের রাজন চন্দ ও জামালগঞ্জের মো. বায়েজিদ বিন ওয়াহিদ)
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে