আ.লীগের দুপক্ষের সংঘর্ষ পাঁচজন আহত, আটক ৩

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩: ৩৮
Thumbnail image

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী চায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে মোংলা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মোংলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই সুন্দরবন, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে মারামারি ও সংঘর্ষ লেগেই আছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ও দুই চেয়ারম্যান সমর্থকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বাজার চায়না মার্কেট এলাকার বাসিন্দা আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান কবির শেখের সমর্থক নাইম শেখের সঙ্গে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান একরাম ইজারাদারের সমর্থক আলম হাওলাদারের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা ও দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এতে বর্তমান চেয়ারম্যান একরাম ইজারাদারের সমর্থক আলম হাওলাদার (৩৫), রকিবুল হাওলাদার (২৭) ও আজিজুল হাওলাদার (৪৭) সহ কয়েকজন রক্তাক্ত জখম করে কবির চেয়ারম্যানের লোকজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে কবির চেয়ারম্যানের সমর্থক লুৎফর শেখ (৫৫) ও নাইম শেখকে (১৭) হাসপাতালে ভর্তি করা হয়। আলম হাওলাদার ও রকিবুল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে সুন্দরবন ইউনিয়ন থেকে পাঁচজন মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম ইজারদার বলেন, ইউপি নির্বাচনের পর থেকেই সাবেক চেয়ারম্যান কবির শেখের সমর্থকেরা তাঁকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারছেন না। তারই জেরে দিগরাজ বাজারের মঈনউদ্দীন শেখ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে তাঁর কর্মী-সমর্থকদের ওপর দায় চাপাচ্ছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হওয়ার পর জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত