Ajker Patrika

নিম্নাঞ্চল প্লাবিত যমুনা পারের, চলছে ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি
নিম্নাঞ্চল প্লাবিত যমুনা পারের, চলছে ভাঙন

টানা ১২ দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি বাড়ার কারণে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সেই সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন। ভাঙনে বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ নদনদীর পানিও বাড়তে শুরু করেছে।

পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্ট এলাকায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল, যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়, যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আবদুল লতিফ বলেন, গত ৩১ আগস্ট থেকে যমুনার পানি বেড়েই চলেছে। ৮ সেপ্টেম্বর পানি বেড়েছিল ১৯ সেন্টিমিটার, ৯ সেপ্টেম্বর ৩২ সেন্টিমিটার, ১০ সেপ্টেম্বর ২৭ সেন্টিমিটার ও ১১ সেপ্টেম্বর ১৩ সেন্টিমিটার পানি বেড়েছিল। গতকাল রোববার পানি রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৮৫ মিটার, যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল (বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ মিটার)।

যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার কাজীপুর, চৌহালী, শাহজাদপুর ও সদরের কিছু অংশে দেখা দিয়েছে নদীভাঙন। প্রতিদিনই ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 জালালপুর গ্রামের সাবিনা খাতুন বলেন, ‘আগুনে পুড়লে তাও জমিটুকু থাকে। কিন্তু নদীভাঙনে সব কেড়ে নেয়। নদী আমার পরিবারকে নিঃস্ব করে ফেলেছে। নদীগর্ভে আমরা বাড়িঘর, বসতভিটা, গাছপালা চলে গেছে। দুই কন্যাকে তাঁদের নানার বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর স্বামী প্রতিবেশীর বাড়িতে ঝুপড়ি ঘর তুলে আছি।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, পাহাড়ি ঢলের কারণে ১০-১২ দিন হলো যমুনা নদীতে পানি বেড়ে চলেছে। যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও তিন-চার দিন পানি বাড়তে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত