Ajker Patrika

ব্যক্তির দেওয়া জায়গায় ইউএনওর ঘর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১১: ২৯
ব্যক্তির দেওয়া জায়গায় ইউএনওর ঘর

সত্তরোর্ধ্ব স্বামী-সন্তানহারা দৃষ্টিপ্রতিবন্ধী লক্ষ্মী রানী দে। প্রায় ১৫ বছর ধরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের বারান্দা ও আশপাশের এলাকায় থাকতেন। অবশেষে ব্যক্তির দেওয়া জায়গায় একটি ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বর্ষার আগেই গতকাল বুধবার দুপুরে ‘লক্ষ্মী নিবাসে’ উঠলেন লক্ষ্মী রানী।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান উদ্যোগী হয়ে তাঁকে ‘লক্ষ্মী নিবাস’ তৈরি করে দিয়েছেন। এতে দুই শতাংশ জায়গা দিয়েছেন স্থানীয় বাসিন্দা মংচিং মারমা।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার মানিক চন্দ্র দের স্ত্রী লক্ষ্মী রানীর দুটি সন্তান ছিল। প্রথম ছেলে ১৩ বছরে ও ছোট ছেলে ১১ বছর বয়সে মারা যাওয়ার পর স্বামী মানিক চন্দ্র মারা যান। পরে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়ায় বাবার বাড়িতে থেকে ঝিয়ের কাজ করে তাঁর দিন চলত। ১৯৯২ সালে দুটি চোখ হারানোর পর থেকে অন্যের সহযোগিতায় তাঁর দিন চলছিল।

জানা গেছে, এর আগে লক্ষ্মী রানীকে নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এই খবর কাপ্তাই ইউএনওর নজরে এলে তিনি এগিয়ে আসেন। বেশ কয়েকবার মিশন হাসপাতাল গেট এলাকায় গিয়ে লক্ষ্মী রানীর খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন ইউএনও। তখনই লক্ষ্মী রানীকে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে ইউএনওর উদ্যোগে সহযোগিতায় এগিয়ে আসেন চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার বাসিন্দা মংচিং মারমা। তিনি লক্ষ্মী রানীকে ঘর করে দেওয়ার জন্য দুই শতাংশ জমি দেন। সেই জায়গার ওপর ইউএনও মুনতাসির জাহানের উদ্যোগে গত মাসে ঘর নির্মাণের কাজ শুরু হয়। এখন বর্ষার আগেই নিজের ঘরে উঠলেন লক্ষ্মী রানী।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইউএনও মুনতাসির জাহান নতুন ঘরে লক্ষ্মী রানী দেকে তুলে দেন। এ সময় লক্ষ্মী রানীর জন্য নতুন কাপড়, খাবার, ঘরের সরঞ্জামসহ বিভিন্ন জিনিস নিয়ে আসেন তিনি। উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে লক্ষ্মী নিবাসের যাত্রা শুরু হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন ইউএনও।

‘লক্ষ্মী নিবাস’ উদ্বোধনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, চিকিৎসক বি কে দেওয়ানজী, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সজল বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত