নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ সতীর্থরা যখন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছেন, তখন মেহেদী হাসান মিরাজের লড়াইটা নিজের সঙ্গে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন শুরুর কথা ২৪ বছর বয়সী অলরাউন্ডারের।
আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফিরতে যাওয়া মিরাজ মাঝের কটা দিন ফিরে গিয়েছিলেন নিজের শিকড়ে। খুলনার যে কাশিপুর ক্রিকেট একাডেমি থেকে উঠে এসে তিনি আজকের ‘মেহেদী হাসান মিরাজ’ হয়েছেন, সেখানে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
খুলনার খালিশপুরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত কাশিপুর ক্রিকেট একাডেমি গত কয়েক বছর সঠিক নেতৃত্ব আর পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির হয়ে পড়েছিল। নতুন খেলোয়াড় উঠে আসার পথ রুদ্ধ হচ্ছিল। নিজের দায়বদ্ধতা থেকে শৈশবের ক্লাবের সংকট নিরসনে এগিয়ে এসেছেন মিরাজ। ছোট কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব। স্থানীয় সংগঠক শেখ খালিদ আহমেদকে ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ পদে রেখে গত পরশু ক্লাবটি যে ৩৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে, সেখানে সভাপতি মিরাজ।
খেলার পাশাপাশি জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই ব্যবসা, কোচিং কিংবা অন্য পেশায় জড়িয়েছেন। কিন্তু যেকোনো পর্যায়ে কোনো ক্লাবের সর্বোচ্চ সাংগঠনিক পদে জাতীয় দলের কোনো ক্রিকেটারের দায়িত্ব নেওয়ার ঘটনা কমই আছে। নতুন দায়িত্ব নিয়ে গতকাল মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ক্লাব থেকে উঠে এসেছি। ক্লাব ঝিমিয়ে পড়েছিল। খুলনা প্রিমিয়ার ডিভিশন খেলেছে আমাদের ক্লাব। সেখান থেকে প্রথম বিভাগে নেমে গেছে। নতুন খেলোয়াড় উঠে আসার পথ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে আমার এগিয়ে আসা।’
একটা সময় মিরাজ ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে খুলনার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিলেন ক্লাবকে। তিনি চাইছেন দলকে আবারও খুলনা প্রিমিয়ার লিগে নিতে। মিরাজের এই ক্লাবকে এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসানও। তারকা এই অলরাউন্ডারের ব্যবসায় প্রতিষ্ঠান ‘মোনাক মার্টে’র পৃষ্ঠপোষকতায় এর মধ্যে বেশ কিছু জার্সিও দেওয়া হয়েছে কাশিপুর ক্রিকেট ক্লাবকে।
মিরাজের এমন উদ্যোগে যেন নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে কাশিপুর ক্রিকেট ক্লাবে। এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত তাঁর শৈশবের গুরু ও কাশিপুর ক্রিকেট একাডেমির কোচ আল মাহমুদ বললেন, ‘এখান থেকেই মিরাজের শুরু। এবার সে নিজের ক্লাবের দায়িত্ব নিজেই নিয়েছে। তার স্বপ্ন, এখান থেকে যেন ভালো খেলোয়াড় উঠে আসে। খুলনায় তার ক্লাব যেন চ্যাম্পিয়ন হয়। তার প্রতি কৃতজ্ঞতা।’
আজ সতীর্থরা যখন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছেন, তখন মেহেদী হাসান মিরাজের লড়াইটা নিজের সঙ্গে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন শুরুর কথা ২৪ বছর বয়সী অলরাউন্ডারের।
আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফিরতে যাওয়া মিরাজ মাঝের কটা দিন ফিরে গিয়েছিলেন নিজের শিকড়ে। খুলনার যে কাশিপুর ক্রিকেট একাডেমি থেকে উঠে এসে তিনি আজকের ‘মেহেদী হাসান মিরাজ’ হয়েছেন, সেখানে নতুন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
খুলনার খালিশপুরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত কাশিপুর ক্রিকেট একাডেমি গত কয়েক বছর সঠিক নেতৃত্ব আর পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির হয়ে পড়েছিল। নতুন খেলোয়াড় উঠে আসার পথ রুদ্ধ হচ্ছিল। নিজের দায়বদ্ধতা থেকে শৈশবের ক্লাবের সংকট নিরসনে এগিয়ে এসেছেন মিরাজ। ছোট কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব। স্থানীয় সংগঠক শেখ খালিদ আহমেদকে ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ পদে রেখে গত পরশু ক্লাবটি যে ৩৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে, সেখানে সভাপতি মিরাজ।
খেলার পাশাপাশি জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই ব্যবসা, কোচিং কিংবা অন্য পেশায় জড়িয়েছেন। কিন্তু যেকোনো পর্যায়ে কোনো ক্লাবের সর্বোচ্চ সাংগঠনিক পদে জাতীয় দলের কোনো ক্রিকেটারের দায়িত্ব নেওয়ার ঘটনা কমই আছে। নতুন দায়িত্ব নিয়ে গতকাল মিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ক্লাব থেকে উঠে এসেছি। ক্লাব ঝিমিয়ে পড়েছিল। খুলনা প্রিমিয়ার ডিভিশন খেলেছে আমাদের ক্লাব। সেখান থেকে প্রথম বিভাগে নেমে গেছে। নতুন খেলোয়াড় উঠে আসার পথ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে আমার এগিয়ে আসা।’
একটা সময় মিরাজ ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে খুলনার ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিলেন ক্লাবকে। তিনি চাইছেন দলকে আবারও খুলনা প্রিমিয়ার লিগে নিতে। মিরাজের এই ক্লাবকে এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসানও। তারকা এই অলরাউন্ডারের ব্যবসায় প্রতিষ্ঠান ‘মোনাক মার্টে’র পৃষ্ঠপোষকতায় এর মধ্যে বেশ কিছু জার্সিও দেওয়া হয়েছে কাশিপুর ক্রিকেট ক্লাবকে।
মিরাজের এমন উদ্যোগে যেন নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে কাশিপুর ক্রিকেট ক্লাবে। এ নিয়ে দারুণ উচ্ছ্বাসিত তাঁর শৈশবের গুরু ও কাশিপুর ক্রিকেট একাডেমির কোচ আল মাহমুদ বললেন, ‘এখান থেকেই মিরাজের শুরু। এবার সে নিজের ক্লাবের দায়িত্ব নিজেই নিয়েছে। তার স্বপ্ন, এখান থেকে যেন ভালো খেলোয়াড় উঠে আসে। খুলনায় তার ক্লাব যেন চ্যাম্পিয়ন হয়। তার প্রতি কৃতজ্ঞতা।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে