Ajker Patrika

কেন মালি ছাড়ছে ফ্রান্স

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩৯
কেন মালি ছাড়ছে ফ্রান্স

পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফরাসি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো, যেখানে তারা ২০১৩ সাল থেকে ‘ইসলামপন্থী জঙ্গিদের’ বিরুদ্ধে লড়াই করছে। মালি এবং আশপাশের দেশগুলোতে পাঁচ হাজার ফরাসি সেনা রয়েছেন, যাঁরা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু গত আট বছরে, ফরাসিদের উপস্থিতি মালির সরকার এবং দেশটির জনসাধারণের কাছে ক্রমেই অপ্রিয় হয়ে উঠছে।

মালি-সাহেল অঞ্চলে হুমকি
মধ্যপ্রাচ্যে সুবিধা করতে না পেরে আইএস ও আল-কায়েদা উভয়ই আফ্রিকার সাহেল অঞ্চলে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাহেল হলো সাহারা মরুভূমির নিচে আধা শুষ্ক ভূমির একটি উপত্যকা, যা পূর্ব থেকে পশ্চিম মহাদেশজুড়ে বিস্তৃত। এর মধ্যে চাদ, নাইজার, মালি, বুরকিনা ফাসো ও মৌরিতানিয়া অন্তর্ভুক্ত।

ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস) এবং আল-কায়েদার সহযোগী সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন এই অঞ্চলে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে, যাতে হাজারো বেসামরিক লোক নিহত হয়েছে।

ফ্রান্স কেন জড়িত
মালি সরকার সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হওয়ায় ২০১৩ সালে সেখানে ৫ হাজার সেনা পাঠায় ফ্রান্স। এর মধ্যে ২ হাজার ৪০০ সেনা অবস্থান করছেন উত্তর মালিতে। বাকিরা মালি, চাদ, নাইজার, বুর্কিনা ফাসো ও মৌরিতানিয়াজুড়ে পরিচালিত জিহাদি সেলগুলোকে খুঁজে বের করার জন্য ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছেন।

এখন যা ঘটছে
ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি চুক্তিতে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স, যা অনেক মালিয়ানদের পক্ষের নীতি। এ ছাড়া আরও নানা ইস্যুতে মালি জান্তার সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়েছে ফ্রান্সের। এসবের পরিপ্রেক্ষিতে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে মালি থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। তবে সাহেল অঞ্চলের অন্যান্য দেশে সেনা মোতায়েন করবে ফ্রান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত