বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুই শিক্ষক হলেন গোড়সার মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক জালাল উদ্দিন ও গোড়সার উচ্চবিদ্যালয়ের আবু বকর সিদ্দিক। তাঁরা গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাগমারা থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জালাল উদ্দিনকে মারধর করেন রাজশাহীর বাগমারায় গোড়সার বিএম কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী শেখ সম্রাট ও তাঁর ছোট ভাই গোলাম মোস্তফা। আর আবু বকর সিদ্দিককে অকথ্য ভাষায় গালাগালসহ মারধরের হুমকি দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেন গোড়সার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
একই স্থানে গোড়সার উচ্চ বিদ্যালয়, গোড়সার মহাবিদ্যালয় এবং গোড়সার বিএম কলেজ নামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো নিয়ন্ত্রণ করেন গোরসার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। তিনি গোড়সার মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতিও। তিনি নরদাশ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গোরসার মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন জালাল উদ্দিন। তিনি নরদাশ ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যও। গত সোমবার কলেজে গেলে তাঁর ওপর অতর্কিতভাবে হামলা করা হয়। তিনি নৌকার প্রার্থীর হয়ে কাজ করেন। এতে আব্দুর রশিদে ক্ষিপ্ত হন। কারণ তাঁর প্রতিষ্ঠানে চাকরি করেও অন্য প্রার্থীর হয়ে সরাসরি কাজ করার অভিযোগ তুলে জালাল উদ্দিনকে মারধর করা হয়।
এমনকি আবু বকর সিদ্দিককেও স্কুল থেকে বের করে দেওয়া হয় আব্দুর রশিদের নির্দেশনাতেই। গত ২ জানুয়ারি থেকে তাঁকে আর বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।
লাঞ্ছিতের শিকার গোরসার উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের একক আধিপত্য চলে। এখানে কেউ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। তিনি ইচ্ছা করেই আমার বেতন আটকিয়ে রেখেছেন। বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখান।’ ওই বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক তাঁর ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। আমি শুনেছি আবু বকর সিদ্দিকের এক মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহজাহান আলী শেখ সম্রাট বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে আবু বকর সিদ্দিককে প্রতিষ্ঠান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যদিও এক প্রতিষ্ঠানের প্রধান হয়ে অন্য প্রতিষ্ঠানের প্রভাষককে কেন মারধর করা হয়েছে, এর কোনো উত্তর দিতে পারেননি তিনি।
আর গোড়সার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল করিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। গোরসার মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুনেছি জালাল উদ্দিনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে কি কারণে তা আমার জানা নেই। আমি সে সময় বাইরে ছিলাম।’
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলমের বক্তব্য পাননি এই প্রতিবেদক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, দুই শিক্ষককে লাঞ্ছিতের বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর বাগমারায় সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুই শিক্ষক হলেন গোড়সার মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক জালাল উদ্দিন ও গোড়সার উচ্চবিদ্যালয়ের আবু বকর সিদ্দিক। তাঁরা গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাগমারা থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জালাল উদ্দিনকে মারধর করেন রাজশাহীর বাগমারায় গোড়সার বিএম কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী শেখ সম্রাট ও তাঁর ছোট ভাই গোলাম মোস্তফা। আর আবু বকর সিদ্দিককে অকথ্য ভাষায় গালাগালসহ মারধরের হুমকি দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেন গোড়সার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
একই স্থানে গোড়সার উচ্চ বিদ্যালয়, গোড়সার মহাবিদ্যালয় এবং গোড়সার বিএম কলেজ নামের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেগুলো নিয়ন্ত্রণ করেন গোরসার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। তিনি গোড়সার মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতিও। তিনি নরদাশ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গোরসার মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন জালাল উদ্দিন। তিনি নরদাশ ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যও। গত সোমবার কলেজে গেলে তাঁর ওপর অতর্কিতভাবে হামলা করা হয়। তিনি নৌকার প্রার্থীর হয়ে কাজ করেন। এতে আব্দুর রশিদে ক্ষিপ্ত হন। কারণ তাঁর প্রতিষ্ঠানে চাকরি করেও অন্য প্রার্থীর হয়ে সরাসরি কাজ করার অভিযোগ তুলে জালাল উদ্দিনকে মারধর করা হয়।
এমনকি আবু বকর সিদ্দিককেও স্কুল থেকে বের করে দেওয়া হয় আব্দুর রশিদের নির্দেশনাতেই। গত ২ জানুয়ারি থেকে তাঁকে আর বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।
লাঞ্ছিতের শিকার গোরসার উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের একক আধিপত্য চলে। এখানে কেউ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। তিনি ইচ্ছা করেই আমার বেতন আটকিয়ে রেখেছেন। বেতন চাইলে চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখান।’ ওই বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক তাঁর ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করেন। আমি শুনেছি আবু বকর সিদ্দিকের এক মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি।’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহজাহান আলী শেখ সম্রাট বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে আবু বকর সিদ্দিককে প্রতিষ্ঠান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যদিও এক প্রতিষ্ঠানের প্রধান হয়ে অন্য প্রতিষ্ঠানের প্রভাষককে কেন মারধর করা হয়েছে, এর কোনো উত্তর দিতে পারেননি তিনি।
আর গোড়সার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রেজাউল করিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। গোরসার মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শুনেছি জালাল উদ্দিনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে কি কারণে তা আমার জানা নেই। আমি সে সময় বাইরে ছিলাম।’
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলমের বক্তব্য পাননি এই প্রতিবেদক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, দুই শিক্ষককে লাঞ্ছিতের বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে