Ajker Patrika

সম্মাননা পেলেন বীর মুক্তিযোদ্ধারা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ৪৬
সম্মাননা পেলেন  বীর মুক্তিযোদ্ধারা

গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টধর্মাবলম্বী ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তুমলিয়া খ্রিষ্টান ধর্মপল্লির সাধু মাইকেল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া খ্রিষ্টান ধর্মপল্লির পাল পুরোহিত ফাদার আলবিন গোমেজ। এতে বক্তব্য দেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, ধর্মপল্লি ন্যায় ও শান্তি কমিটির আহ্বায়ক বাদল বেঞ্জামিন রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ লুইস গোমেজ।

তুমলিয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ওই ৩৫ জন বীর মুক্তিযোদ্ধার নামের ফলক উন্মোচন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের ফুল ও মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে তুমলিয়া বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক বাদল মন্ত্র, তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের অসীম গোমেজ, খ্রিষ্টধর্মাবলম্বী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত