শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে মাছের দাম বেড়েছে ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। বাড়তি দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মাছের খাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে চাষের মাছের ওপরও।
গতকাল শুক্রবার সকালে জেলা শহরের আঙ্গারিয়া ও পালংবাজার ঘুরে দেখা গেছে, বাজারে মাছের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। ইলিশের ভরা মৌসুম চললেও বাজারে নেই সরবরাহ। সামান্যসংখ্যক ইলিশের দেখা পেলেও আকারে খুবই ছোট। ৩০০ থেকে ৫০০ গ্রামের অল্পসংখ্যক ইলিশ বিক্রি করতে দেখা গেছে। সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০-১৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব ছোট সাইজের ইলিশ। গত সপ্তাহে এসব ইলিশ ৬০০ টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয়েছে ৭০০-৭৫০ টাকা কেজি। প্রাকৃতিক জলাশয়ের মাছের সংখ্যাও ছিল খুবই কম। তবে খামারে চাষ করা মাছে ভরপুর ছিল বিক্রেতাদের চৌকি। গত সপ্তাহের তুলনায় প্রাকৃতিক জলাশয়ের রুই, কাতল, পাঙাশ, বোয়াল, কই, শিং, শোলসহ অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে ১০০-১২০ টাকা পর্যন্ত। চাষের পাঙাশ গত সপ্তাহে ১৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা দরে। মৎস্য খামারে চাষ করা রুই, কাতল, গ্রাসকার্প, শিং, কইসহ অন্যান্য মাছের দামও কেজিতে বেড়েছে ৩০ থেকে ৭০ টাকা।
মাছের সরবরাহ কম থাকার কারণ জানতে জেলার পদ্মা, মেঘনার তীরবর্তী মৎস্য অবতরণ কেন্দ্রে যোগাযোগ করে জানা গেছে, নদীতে মাছের পরিমাণ কমে গেছে। জেলেদের জালে মাছ আটকায় না। সারা দিন নদীতে মাছ শিকার করে অল্প পরিমাণে মাছ নিয়ে আড়তে ফিরছেন জেলেরা। ইলিশ মাছের পরিমাণ একেবারেই কমে গেছে। দু-একটা ধরা পড়লেও সাইজে খুবই ছোট।
গোসাইরহাট উপজেলার পদ্মাপারের ঠান্ডার বাজার মৎস্য আড়তের মানিক মিয়া বলেন, সারা দিন মাছ শিকার করেও অনেক সময় জেলেদের খরচের পয়সাও ওঠে না। বড় নৌকায় ১২-১৫ জন জেলে থাকেন। দিনরাত নদীতে থাকার পর ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মাছ বিক্রি করতে পারছেন তাঁরা। নৌকার তেলের খরচ বাদ দিলে আর কিছুই থাকে না। তাই অনেক জেলে নদীতে যেতে চাইছেন না। নদীতে মাছও একেবারে কমে গেছে।
আঙ্গারিয়া বাজারে মাছ কিনতে আসা দিনমজুর আল ইসলাম মাদবর বলেন, ‘ইলিশের স্বাদ কেমন ভুইলা গেছি। বাজারে আইলে চাষের পাঙাশ বা অন্য কোনো মাছ লইয়া বাড়ি চইলা যাই। আইজ দেহি পাঙাশ ১৭০ টাহা কেজি দরে বিক্রি হইতাছে। গরিব মানুষের আর মাছ খাওয়া লাগব না।’
পালংবাজারের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘বাজারে নদীর মাছের আমদানি নেই। যা সামান্য কিছু আহে, দাম আকাশছোঁয়া। আইজ নদীর মাছ পাই নাই। চাষের কিছু পাঙাশ আর রুই, কাতল লইয়া বইছিলাম। হেই মাছের দামও বাইড়া গ্যাছে। গত সপ্তায় চাষের পাঙাশ বিকাইছে ১৩০ টাহা কেজি, আইজ হেই মাছ বেচতাছি ১৬৫ টাহা কইরা।’
আঙ্গারিয়া বাজারের মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, ‘গেল সপ্তায় সাইজে ছোট হইলেও কিছু ইলিশ বাজারে আইতো। অহন মাছই নাই। পইকারগো তোন ৩০০-৪০০ গ্রামের কিছু ইলিশ কিননা আইনা বেচতাছি। এই সাইজের মাছ গত সপ্তায় বেচছি ৬০০ টাহা কেজি আর অহন বেচতাছি ৭৫০ টাকা কেজি। জাউল্লাগো জালে ইলিশ ধরা পরতাছে না, তাই বাজারে ইলিশের আমদানি এক্কেবারে কইমা গেছে।’
পালংবাজারের মাছের আড়তদার সেলিম ব্যাপারী বলেন, মাছ কম ধরা পড়ায় বাজারে মাছের সরবরাহ কমে গেছে। অধিকাংশ জেলে চায়না দুয়ারি জালে মাছ শিকার করায় মাছের বংশবৃদ্ধি কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ না বাড়লে মাছের দাম কমবে না।
শরীয়তপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে মাছের দাম বেড়েছে ৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। বাড়তি দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মাছের খাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে চাষের মাছের ওপরও।
গতকাল শুক্রবার সকালে জেলা শহরের আঙ্গারিয়া ও পালংবাজার ঘুরে দেখা গেছে, বাজারে মাছের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। ইলিশের ভরা মৌসুম চললেও বাজারে নেই সরবরাহ। সামান্যসংখ্যক ইলিশের দেখা পেলেও আকারে খুবই ছোট। ৩০০ থেকে ৫০০ গ্রামের অল্পসংখ্যক ইলিশ বিক্রি করতে দেখা গেছে। সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০-১৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব ছোট সাইজের ইলিশ। গত সপ্তাহে এসব ইলিশ ৬০০ টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয়েছে ৭০০-৭৫০ টাকা কেজি। প্রাকৃতিক জলাশয়ের মাছের সংখ্যাও ছিল খুবই কম। তবে খামারে চাষ করা মাছে ভরপুর ছিল বিক্রেতাদের চৌকি। গত সপ্তাহের তুলনায় প্রাকৃতিক জলাশয়ের রুই, কাতল, পাঙাশ, বোয়াল, কই, শিং, শোলসহ অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে ১০০-১২০ টাকা পর্যন্ত। চাষের পাঙাশ গত সপ্তাহে ১৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৬৫-১৭০ টাকা দরে। মৎস্য খামারে চাষ করা রুই, কাতল, গ্রাসকার্প, শিং, কইসহ অন্যান্য মাছের দামও কেজিতে বেড়েছে ৩০ থেকে ৭০ টাকা।
মাছের সরবরাহ কম থাকার কারণ জানতে জেলার পদ্মা, মেঘনার তীরবর্তী মৎস্য অবতরণ কেন্দ্রে যোগাযোগ করে জানা গেছে, নদীতে মাছের পরিমাণ কমে গেছে। জেলেদের জালে মাছ আটকায় না। সারা দিন নদীতে মাছ শিকার করে অল্প পরিমাণে মাছ নিয়ে আড়তে ফিরছেন জেলেরা। ইলিশ মাছের পরিমাণ একেবারেই কমে গেছে। দু-একটা ধরা পড়লেও সাইজে খুবই ছোট।
গোসাইরহাট উপজেলার পদ্মাপারের ঠান্ডার বাজার মৎস্য আড়তের মানিক মিয়া বলেন, সারা দিন মাছ শিকার করেও অনেক সময় জেলেদের খরচের পয়সাও ওঠে না। বড় নৌকায় ১২-১৫ জন জেলে থাকেন। দিনরাত নদীতে থাকার পর ৪ হাজার থেকে ৬ হাজার টাকার মাছ বিক্রি করতে পারছেন তাঁরা। নৌকার তেলের খরচ বাদ দিলে আর কিছুই থাকে না। তাই অনেক জেলে নদীতে যেতে চাইছেন না। নদীতে মাছও একেবারে কমে গেছে।
আঙ্গারিয়া বাজারে মাছ কিনতে আসা দিনমজুর আল ইসলাম মাদবর বলেন, ‘ইলিশের স্বাদ কেমন ভুইলা গেছি। বাজারে আইলে চাষের পাঙাশ বা অন্য কোনো মাছ লইয়া বাড়ি চইলা যাই। আইজ দেহি পাঙাশ ১৭০ টাহা কেজি দরে বিক্রি হইতাছে। গরিব মানুষের আর মাছ খাওয়া লাগব না।’
পালংবাজারের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘বাজারে নদীর মাছের আমদানি নেই। যা সামান্য কিছু আহে, দাম আকাশছোঁয়া। আইজ নদীর মাছ পাই নাই। চাষের কিছু পাঙাশ আর রুই, কাতল লইয়া বইছিলাম। হেই মাছের দামও বাইড়া গ্যাছে। গত সপ্তায় চাষের পাঙাশ বিকাইছে ১৩০ টাহা কেজি, আইজ হেই মাছ বেচতাছি ১৬৫ টাহা কইরা।’
আঙ্গারিয়া বাজারের মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, ‘গেল সপ্তায় সাইজে ছোট হইলেও কিছু ইলিশ বাজারে আইতো। অহন মাছই নাই। পইকারগো তোন ৩০০-৪০০ গ্রামের কিছু ইলিশ কিননা আইনা বেচতাছি। এই সাইজের মাছ গত সপ্তায় বেচছি ৬০০ টাহা কেজি আর অহন বেচতাছি ৭৫০ টাকা কেজি। জাউল্লাগো জালে ইলিশ ধরা পরতাছে না, তাই বাজারে ইলিশের আমদানি এক্কেবারে কইমা গেছে।’
পালংবাজারের মাছের আড়তদার সেলিম ব্যাপারী বলেন, মাছ কম ধরা পড়ায় বাজারে মাছের সরবরাহ কমে গেছে। অধিকাংশ জেলে চায়না দুয়ারি জালে মাছ শিকার করায় মাছের বংশবৃদ্ধি কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ না বাড়লে মাছের দাম কমবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে