নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে মেইল আইডি খুলে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাঁর নাম নাঈম আহম্মেদ। তিনি নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিতেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক এই তথ্য জানান। তিনি বলেন, নাঈম দুদকের নামে ই-মেইল আইডি খোলেন। পরবর্তী সময়ে সেই ই-মেইল দিয়ে বিভিন্ন সরকারি চাকরিজীবীদের নামে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে চিঠি দিতেন। এরপর মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ থেকে তাঁদের ফোন করে নিজেকে দুদকের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে চাকরির ক্ষতি করার হুমকি দিতেন। এভাবে তিনি অনেক কর্মকর্তার কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সম্প্রতি নাঈম একটি হাইস্কুলের প্রধান শিক্ষককে মেইল করে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করে মেইল করেন। এরপর তাঁর কাছে ফোন করে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দিলে মামলা করবেন বলেও হুমকি দেন। চিঠিটি নিয়ে সেই প্রধান শিক্ষক দুদকে যোগাযোগ করেন। তিনি জানতে পারেন, চিঠিটি ভুয়া। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষকের পক্ষে তাঁর ভাগনে রমনা মডেল থানায় একটি মামলা করেন। এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ গত রোববার নাঈমকে গ্রেপ্তার করে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে মেইল আইডি খুলে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাঁর নাম নাঈম আহম্মেদ। তিনি নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিতেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক এই তথ্য জানান। তিনি বলেন, নাঈম দুদকের নামে ই-মেইল আইডি খোলেন। পরবর্তী সময়ে সেই ই-মেইল দিয়ে বিভিন্ন সরকারি চাকরিজীবীদের নামে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে চিঠি দিতেন। এরপর মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ থেকে তাঁদের ফোন করে নিজেকে দুদকের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে চাকরির ক্ষতি করার হুমকি দিতেন। এভাবে তিনি অনেক কর্মকর্তার কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সম্প্রতি নাঈম একটি হাইস্কুলের প্রধান শিক্ষককে মেইল করে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করে মেইল করেন। এরপর তাঁর কাছে ফোন করে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দিলে মামলা করবেন বলেও হুমকি দেন। চিঠিটি নিয়ে সেই প্রধান শিক্ষক দুদকে যোগাযোগ করেন। তিনি জানতে পারেন, চিঠিটি ভুয়া। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষকের পক্ষে তাঁর ভাগনে রমনা মডেল থানায় একটি মামলা করেন। এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ গত রোববার নাঈমকে গ্রেপ্তার করে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪