সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাট কাটা এবং জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এখন জমি থেকে পাট কেটে জাগ দিতে আঁটি বেঁধে পানিতে ডুবানোর কাজ করছেন তাঁরা। কিছুদিন পর জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি আলাদা করা হবে। এরপর পাট শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। এবার ফলন ভালো হয়েছে, এখন ন্যায্যমূল্য আশা করছেন কৃষকেরা।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের কিছু জমিতে পাট চাষ হয়েছে। তা কয়েক বছর আগের তুলনায় অনেক কম। আগে যেসব জমিতে পাট চাষ হতো, সেখানে এখন বোরো ও ভুট্টার চাষ হয়। চলতি মৌসুমে সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দেওয়া হচ্ছে। আবার কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। কৃষকেরা পাট কেটে খাল-বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানোসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাট চাষ হয়েছে ৭৪০ হেক্টর জমিতে। আর গতবার হয়েছিল ৭৩০ হেক্টর। অর্থাৎ এবার ১০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের কৃষক মো. আওলাদ হোসেন বলেন, ‘আমি এবার ১১২ শতক জমিতে পাট চাষ করেছি, ফলন ভালো হয়েছে। এখন পাট কাটতে শুরু করেছি। আশা করি, এ বছর পাট আবাদ করে বেশ লাভবান হব। আর পাট কাটার পর এই জমিতেই আমন ধান রোপণ করব।’
বয়রাগাদী ইউনিয়নের কৃষক জয়নাল শেখ বলেন, ‘এখন আষাঢ় মাস হওয়ায় বৃষ্টিতে খাল-বিলে পানি চলে এসেছে। তাই পাট কেটে জাগ দিতে সুবিধা হচ্ছে। সবাই এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য খালে-বিলে জমা করছি। তাই তাড়াতাড়ি করে পাট কাটা শুরু করেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘গত বছরের চেয়ে এবার ১০ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। কৃষকেরা যাতে স্বল্প খরচে উচ্চফলনশীল পাট উৎপাদন করতে পারেন, তার জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা। আশা করি, এবার এ উপজেলায় গত বছরের চেয়ে বেশি উৎপন্ন হবে ও ন্যায্যমূল্য পেলে কৃষকদের মাঝে পাট চাষে আগ্রহ আরও বাড়বে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাট কাটা এবং জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এখন জমি থেকে পাট কেটে জাগ দিতে আঁটি বেঁধে পানিতে ডুবানোর কাজ করছেন তাঁরা। কিছুদিন পর জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি আলাদা করা হবে। এরপর পাট শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। এবার ফলন ভালো হয়েছে, এখন ন্যায্যমূল্য আশা করছেন কৃষকেরা।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের কিছু জমিতে পাট চাষ হয়েছে। তা কয়েক বছর আগের তুলনায় অনেক কম। আগে যেসব জমিতে পাট চাষ হতো, সেখানে এখন বোরো ও ভুট্টার চাষ হয়। চলতি মৌসুমে সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দেওয়া হচ্ছে। আবার কোথাও দেখা গেছে নারী-পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। কৃষকেরা পাট কেটে খাল-বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানোসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাট চাষ হয়েছে ৭৪০ হেক্টর জমিতে। আর গতবার হয়েছিল ৭৩০ হেক্টর। অর্থাৎ এবার ১০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের কৃষক মো. আওলাদ হোসেন বলেন, ‘আমি এবার ১১২ শতক জমিতে পাট চাষ করেছি, ফলন ভালো হয়েছে। এখন পাট কাটতে শুরু করেছি। আশা করি, এ বছর পাট আবাদ করে বেশ লাভবান হব। আর পাট কাটার পর এই জমিতেই আমন ধান রোপণ করব।’
বয়রাগাদী ইউনিয়নের কৃষক জয়নাল শেখ বলেন, ‘এখন আষাঢ় মাস হওয়ায় বৃষ্টিতে খাল-বিলে পানি চলে এসেছে। তাই পাট কেটে জাগ দিতে সুবিধা হচ্ছে। সবাই এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য খালে-বিলে জমা করছি। তাই তাড়াতাড়ি করে পাট কাটা শুরু করেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘গত বছরের চেয়ে এবার ১০ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। কৃষকেরা যাতে স্বল্প খরচে উচ্চফলনশীল পাট উৎপাদন করতে পারেন, তার জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা। আশা করি, এবার এ উপজেলায় গত বছরের চেয়ে বেশি উৎপন্ন হবে ও ন্যায্যমূল্য পেলে কৃষকদের মাঝে পাট চাষে আগ্রহ আরও বাড়বে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে