Ajker Patrika

অভয়নগরে দুর্ঘটনায় নিহত দুজনই রাজশাহীর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩: ০৭
অভয়নগরে দুর্ঘটনায় নিহত দুজনই রাজশাহীর

যশোরের অভয়নগরে গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের সুবিদ আলী (৫৫) ও একই এলাকার কুবাদ মণ্ডল (৬৫)।

সুবিদ আলীর জামাতা শাহাদৎ হোসেন বলেন, সুন্দরবনে পিকনিক শেষে বৃহস্পতিবার রাজশাহী ফিরছিলেন তাঁরা। রাত ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসটি থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়ক পার হতে নেন। তখন খুলনাগামী যাত্রীবাহী একটি বাস দুজনকে চাপা দিয়ে চলে যায়।

যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এশার নামাজ পড়ার জন্য বাস থেকে নেমে দুজন মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় রূপসা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। গাড়িচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত