Ajker Patrika

সাত সড়কে যান চলাচল বন্ধ দুদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৪
সাত সড়কে যান চলাচল বন্ধ দুদিন

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও চকবাজার প্যারেড মাঠে রয়েছে পৃথক আয়োজন। এসব অনুষ্ঠান ঘিরে নগরীর ব্যস্ততম সাতটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের পক্ষ থেকে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হবে। এ দিন সকাল সাতটা থেকে নির্দেশনায় উল্লেখিত সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন ঘিরে উন্মুক্ত বিজয় কনসার্ট আয়োজন করা হয়েছে। এ দিন বিকেল ৩টা থেকে নির্ধারিত সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বন্ধ থাকা সড়কগুলো হচ্ছে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামমুখী সড়ক ইস্পাহানি মোড় থেকে কাজীর দেউড়ি, সিআরবি কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আটমার্সিং ও নেভাল ক্রসিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

এ সময় অনুষ্ঠানে আগত যানবাহনগুলো ইস্পাহানি মোড়, কাজীর দেউড়ি, নেভাল ক্রসিং মোড়গুলো ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে। এ ছাড়া ওয়াসা মোড় সংলগ্ন জামিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ ও পলোগ্রাউন্ড মাঠে যানবাহনগুলো প্রধান পার্কিং হিসেবে ব্যবহার করতে পারবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্যারেড মাঠে পৃথকভাবে বিজয় দিবস ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদ্‌যাপন করছে। ওই দিন সকাল ৭টা থেকে চকবাজার থানাধীন গোলজার মোড় থেকে গণি বেকারি ও প্যারেড মাঠের উত্তর ও পূর্ব পাশের যান চলাচল বন্ধ থাকছে। এ সময় অনুষ্ঠানে আগত যানবাহনগুলো সরকারি মহসিন কলেজের মাঠে পার্কিং করতে পারবে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত