পাবনা ও বেড়া প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোড় এলাকায় এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। এর আগে রোববার বিকেলেও বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী হাটুরিয়া-নাকালিয়া ইউপির আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। তিনি দীর্ঘদিন এই ইউপির চেয়ারম্যান হলেও জনগণের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারেননি। চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলার কারণে বর্তমান সরকারের উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও পাননি এলাকাবাসী। আবারও তাঁকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় নৌকা সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অবিলম্বে এই অযোগ্য ব্যক্তির মনোনয়ন পরিবর্তনের দাবি করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন হাঁটুরিয়া-নাকালিয়া ইউপির আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনি মণ্ডল প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, মোস্তাফিজুড় রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধনের জন্য জনগণের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিকে নৌকার মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।
এ ব্যাপারে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যোগ্য ও জনপ্রিয়তার কারণেই আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নবঞ্চিতদের উসকানিতে এ ধরনের কাজ করে দলের ও মানুষের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।’
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের পেঁচাকোলা চারমাথা মোড় এলাকায় এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশ একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। এর আগে রোববার বিকেলেও বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী হাটুরিয়া-নাকালিয়া ইউপির আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে। তিনি দীর্ঘদিন এই ইউপির চেয়ারম্যান হলেও জনগণের ন্যূনতম প্রত্যাশা পূরণ করতে পারেননি। চেয়ারম্যানের গাফিলতি ও অবহেলার কারণে বর্তমান সরকারের উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও পাননি এলাকাবাসী। আবারও তাঁকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় নৌকা সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। অবিলম্বে এই অযোগ্য ব্যক্তির মনোনয়ন পরিবর্তনের দাবি করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন হাঁটুরিয়া-নাকালিয়া ইউপির আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতোয়ার হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনি মণ্ডল প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, মোস্তাফিজুড় রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মনিবন্ধনের জন্য জনগণের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যক্তিকে নৌকার মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।
এ ব্যাপারে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যোগ্য ও জনপ্রিয়তার কারণেই আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নবঞ্চিতদের উসকানিতে এ ধরনের কাজ করে দলের ও মানুষের মধ্যে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে