Ajker Patrika

ডুমুরিয়ায় পরোয়ানার আসামিসহ গ্রেপ্তার ৫

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬: ০৬
ডুমুরিয়ায় পরোয়ানার আসামিসহ গ্রেপ্তার ৫

ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানার এক আসামিসহ জুয়া খেলা অবস্থায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তাররের পর গত বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পালের নেতৃত্বে গত বুধবার দিবাগত রাতে শোভনা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহাগ শেখকে (২০) গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে এসআই মো. হামিদুল ইসলামের নেতৃত্বে ডুমুরিয়া বাজার এলাকায় জুয়া খেলার সময় ডুমুরিয়ার রেজাউল শেখ (৫২), এনামুল গাজী (৩০), সিরাজুল ইসলাম (৪০) ও মাহাবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪ ব্যক্তির কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি সোহাগসহ সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত