Ajker Patrika

তাঁরা চলে গেলেই বাড়ে দা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৩: ১১
তাঁরা চলে গেলেই বাড়ে দা

পবিত্র রমজান মাসে সবজির বাজার সহনীয় পর্যায়ে রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে চলছে ‘চোর-পুলিশ খেলা’। ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রশাসনের লোকজন থাকলে সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে যায়। আবার তাঁরা চলে গেলেই দাম বাড়ে।

গতকাল শনিবার বিকেলে পৌর তহবাজার ও সাপ্তাহিক কাঁচাবাজার বাজার করতে আসা একাধিক ব্যক্তি জানান, রমজান আসলেই কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে যায়। ব্যবসায়ীরা ইচ্ছেমতো সংকট দেখিয়ে দাম বাড়ান। তবে প্রশাসন মাঠে থাকলে পণ্যের দাম কেজি ৫ থেকে ১০ টাকা কমে যায়। প্রশাসন গেলেই আবার দাম আগের মতো।

এসব বিষয়ে প্রশাসন বলছে, সিন্ডিকেটের কারণে রমজানের শুরুতে সবজির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু প্রশাসনের নিয়মিত তদারকিতে কিছুটা দাম কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে আরও দাম কমবে।

অপরদিকে, ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে সবজিসহ নিত্যপণ্যের চাহিদা বেশি ছিল। কিন্তু জোগান ছিল না। ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে উৎপাদনের সঙ্গে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমতে শুরু করেছে।

গতকাল বিকেলে পৌরবাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।, যা রমজানের শুরুতে ছিল ৬০ থেকে ৭০ টাকা। পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা রমজানের শুরুতে ছিল ১০০ থেকে ১২০ টাকা। কালা পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা, যা রমজানের শুরুতে ছিল ৫০-৬০ টাকা। দেশি শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা আর হাইব্রিড বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, যা রমজানের শুরুর থেকে ১৫ থেকে ২০ টাকা কম।

তহবাজারের ব্যবসায়ী চাঁদ আলী বলেন, বেগুন ৫০-৭০ টাকা, পটল ৭০-৮০ টাকা, কালো পটল ৫০-৬০ টাকা, মরিচ ৭০-৮০ টাকা, শসা ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে সরবরাহ বেশি থাকায় রমজানের শুরু থেকে সবজির দাম কমেছে।

এদিকে, গতকাল দুপুরে কুমারখালী পৌর তহবাজার ও সাপ্তাহিক কাঁচাবাজার পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘দুপুরে বাজারে গিয়েছিলাম। তখন বেগুন ৩০-৫০ টাকা, পটল ৪০-৫০ টাকা এবং কালো পটল ৩০-৩৫ টাকা, শসা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছিল। প্রশাসনের নিয়মিত তদারকিতে সবজির দাম কিছুটা কমেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত