বিশেষ প্রতিনিধি, ঢাকা
রেমিট্যান্সের পর এবার রপ্তানিতেও সুখবর। বৈদেশিক মুদ্রা আয়ের এ দুটি খাতেই ইতিবাচক ধারা বইছে। ডলার সংকটের এই সময়ে এ খবর সামনের দিনগুলোতে অর্থনীতিতে স্বস্তির আভাস বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইপিবির তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯২০ মিলিয়ন ডলার। সেখানে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৭৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। সেই হিসাবে ২০২১ সালের জুলাই মাসের তুলনায় ২০২২ সালের জুলাইয়ে ৫১ কোটি ১৩ লাখ ৯ হাজার ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে, যা শতাংশের হিসাবে ১৪ দশমিক ৭২।
তথ্য বলছে, চলতি বছরের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার, যা ২০২১ সালের জুলাইয়ে রপ্তানি হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসের তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৪৭ কোটি ৯৭ লাখ ডলার রপ্তানি আয় বেড়েছে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৬ দশমিক ৬১।
রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেলের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এখন কঠিন সময় চলছে। বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। ডলারের বিপরীতে ইউরোর মান কমছে। শিল্পের কাঁচামালের পেছনে খরচ বাড়ছে। তবে এর মধ্যেও পোশাক খাতের প্রবৃদ্ধি শিল্পের সহনশীলতা প্রকাশ করছে। যদিও বৈশ্বিকভাবে বড় অর্থনীতিতে মন্দার আভাস পাওয়া যাচ্ছে।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি করে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। আগের অর্থবছরের (২০২০-২১) চেয়ে বেশি আয় হয়েছিল ৩৪ দশমিক ৩৮ শতাংশ। আর চলতি অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে কঠিন সংকটে পড়ে বিশ্ব। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে সংকট তীব্র হতে থাকে। জ্বালানিসহ প্রায় সব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এ ধাক্কা লাগে বাংলাদেশেও। আমদানিনির্ভর বাংলাদেশের আমদানির পেছনে বিপুল পরিমাণ ডলার খরচ হয়ে যায়। একপর্যায়ে সরকার ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করে। তারপরও ডলারের দাম বাড়তে থাকে, টাকার মান কমে যায়। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। তবে আশার কথা হলো, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডলার আয়ের অন্যতম প্রধান দুটি খাত রপ্তানি ও রেমিট্যান্সে সুখবর পাওয়া গেছে। জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি। এই মাসে ২১০ কোটি (২ দশমিক ১০ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। একদিকে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকা, অন্যদিকে প্রবাসী আয় বেড়ে যাওয়ার ফলে ক্রমাগত বাড়তে থাকা ডলার সংকট সামনের দিনগুলোতে কিছুটা হলেও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই মধ্যে নানান কড়াকড়ির ফলে আমদানি প্রায় ৩১ শতাংশ কমেছে। একদিকে আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে ডলার সাশ্রয়, অন্যদিকে ডলার আয়ের প্রধান দুটি খাতের ইতিবাচক ধারা সামনের দিনগুলোতে সরকারের ডলারের মজুত বাড়াতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে।
রেমিট্যান্সের পর এবার রপ্তানিতেও সুখবর। বৈদেশিক মুদ্রা আয়ের এ দুটি খাতেই ইতিবাচক ধারা বইছে। ডলার সংকটের এই সময়ে এ খবর সামনের দিনগুলোতে অর্থনীতিতে স্বস্তির আভাস বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইপিবির তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯২০ মিলিয়ন ডলার। সেখানে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৭৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। সেই হিসাবে ২০২১ সালের জুলাই মাসের তুলনায় ২০২২ সালের জুলাইয়ে ৫১ কোটি ১৩ লাখ ৯ হাজার ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে, যা শতাংশের হিসাবে ১৪ দশমিক ৭২।
তথ্য বলছে, চলতি বছরের জুলাই মাসে তৈরি পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার, যা ২০২১ সালের জুলাইয়ে রপ্তানি হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসের তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৪৭ কোটি ৯৭ লাখ ডলার রপ্তানি আয় বেড়েছে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৬ দশমিক ৬১।
রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেলের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এখন কঠিন সময় চলছে। বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। ডলারের বিপরীতে ইউরোর মান কমছে। শিল্পের কাঁচামালের পেছনে খরচ বাড়ছে। তবে এর মধ্যেও পোশাক খাতের প্রবৃদ্ধি শিল্পের সহনশীলতা প্রকাশ করছে। যদিও বৈশ্বিকভাবে বড় অর্থনীতিতে মন্দার আভাস পাওয়া যাচ্ছে।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি করে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ। আগের অর্থবছরের (২০২০-২১) চেয়ে বেশি আয় হয়েছিল ৩৪ দশমিক ৩৮ শতাংশ। আর চলতি অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে কঠিন সংকটে পড়ে বিশ্ব। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে সংকট তীব্র হতে থাকে। জ্বালানিসহ প্রায় সব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এ ধাক্কা লাগে বাংলাদেশেও। আমদানিনির্ভর বাংলাদেশের আমদানির পেছনে বিপুল পরিমাণ ডলার খরচ হয়ে যায়। একপর্যায়ে সরকার ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করে। তারপরও ডলারের দাম বাড়তে থাকে, টাকার মান কমে যায়। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। তবে আশার কথা হলো, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডলার আয়ের অন্যতম প্রধান দুটি খাত রপ্তানি ও রেমিট্যান্সে সুখবর পাওয়া গেছে। জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি। এই মাসে ২১০ কোটি (২ দশমিক ১০ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। একদিকে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকা, অন্যদিকে প্রবাসী আয় বেড়ে যাওয়ার ফলে ক্রমাগত বাড়তে থাকা ডলার সংকট সামনের দিনগুলোতে কিছুটা হলেও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরই মধ্যে নানান কড়াকড়ির ফলে আমদানি প্রায় ৩১ শতাংশ কমেছে। একদিকে আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে ডলার সাশ্রয়, অন্যদিকে ডলার আয়ের প্রধান দুটি খাতের ইতিবাচক ধারা সামনের দিনগুলোতে সরকারের ডলারের মজুত বাড়াতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে