এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জুন ২০২২, ০৬: ৩৩
আপডেট : ১৪ জুন ২০২২, ১৩: ৫৫

তীব্র গরমে ঘর এসি ছাড়াই ঠান্ডা রাখা যেতে পারে কয়েকটি উপায়ে।

  •  দিনের বেলায় ঘরের জানালা বন্ধ রাখুন গাঢ় রঙের ভারী পর্দা দিয়ে। রাতে জানালা খুলে দিন।
  •  ঘুমানোর আগে টেবিলের ওপর একটি বাটিতে বরফ ঢেলে টেবিল ফ্যান চালু করে দিন। ঘর ঠান্ডা হয়ে যাবে।
  •  রান্নাঘরের এগজস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ঘরে উষ্ণতা জমা হবে না।
  •  ঘরে প্রয়োজন ছাড়া বাতি জ্বালাবেন না। বাতির আলোতেও ঘর উষ্ণ হয়ে ওঠে।
  • ছাদে ও বারান্দায় প্রচুর গাছ লাগাতে পারেন। এসব গাছ ঘরকে খুব বেশি উষ্ণ হতে দেবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত