Ajker Patrika

বৃষ্টি-বাতাসে নুয়ে গেছে ধানগাছ, নষ্টের আশঙ্কা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৪: ২৮
বৃষ্টি-বাতাসে নুয়ে গেছে ধানগাছ, নষ্টের আশঙ্কা

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে শত শত বিঘা জমির আমন ধানগাছ মাটিতে হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকায় ধানের শিষ পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

সরেজমিনে গত শনিবার ও গতকাল রোববার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাটিতে নুয়ে পড়া ধানগাছ গোছা বেঁধে দাঁড় করানোর চেষ্টা করছেন অনেক কৃষক।

বদলগাছী ইউনিয়নের জিধিরপুর গ্রামের কৃষক হোসেন আলী (৩৫) জানান, গত বুধ ও বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে অনেক কৃষকের আমন ধান মাটিতে হেলে পড়ে। হেলে পড়া ধানের অধিকাংশ শিষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ধানের জমিতে পানি জমে আছে। তিনি জানান, আর কয়েক দিনের মধ্যেই খেতের ধান পাকত। এখন ধানগাছ জমিতে নুয়ে পড়ায় লোকসানের মুখে পড়তে হবে।

সদর ইউনিয়নের কাদিবাড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে উপজেলার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ২০০ হেক্টর জমি। চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। হঠাৎ বৃষ্টিতে আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা কমার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, গত বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে প্রায় ১৫ হেক্টর জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। হেলে পড়া ধানগাছগুলো গোঁছা করে দাঁড় করিয়ে দেওয়ার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত