Ajker Patrika

কারাগারে ২৭ ব্যবসায়ী

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৯
কারাগারে ২৭ ব্যবসায়ী

ডুমুরিয়ার চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনা জেলা পরিষদের দায়ের করা এক মামলায় গত বুধবার খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল চুকনগর বাজারের দোকানপাট বন্ধ রেখে তাদের মুক্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, চুকনগর বাজারের যতিন-কাশেম সড়কের জায়গায় ঘর করাকে কেন্দ্র করে জেলা পরিষদ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন জেলা পরিষদের কর্মকর্তা মো. হাসান। ওই মামলায় চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম, সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলামসহ ৩৩ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, পার্থ কুমার কুন্ডু, আজহারুল ইসলাম মোড়ল, এম এম সাঈদুর রহমান, রফিকুল ইসলাম, তবিবুর রহমান মোড়ল, রিয়াদ মোড়ল, আতাউর রহমান, প্রহ্লাদ ব্রহ্ম, অহিদুল সরদার, বিশ্বাস আফসার আলী, দুলাল কৃষ্ণ পাল, অশিত কুমার পাল, বিধান তরফদার, পুলিন বিহারি পাল, অশোক রায়, খাদিজা বেগম, আজিজুল হক সরদার, বিল্লাল হোসেন সরদার, আশরাফ আলী সরদার, মো. মনিরুল হক, মো. নজিবর মোড়ল, মো. সিরাজ উদ্দিন সরদার, রেজাউল করিম সরদার, মো. আব্দুল্লাহ মোড়ল, মো. আব্দুল আলীম শেখ, তৈয়েবুর রহমান, আতাউর রহমান মোড়ল, মো. ফিরোজ উদ্দিন, বৈদ্যনাথ কুন্ডু, শেখ আনোয়ারুল কবির, জাহিদুর রহমান, কবির হোসেন ডাবলু এবং শরিফুল সরদার।

উক্ত মামলায় বুধবার ৩২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত এম এম সাঈদুর রহমান, বিশ্বাস আফসার আলী, অশিত কুমার পাল, খাদিজা বেগম এবং মনিরুল হকের জামিন মঞ্জুর করেন। বাকি ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত