মুনতাসির সিয়াম
দ্য ব্রিটিশ কাউন্সিল ও গ্রেট ব্রিটেন ক্যাম্পেইনের সঙ্গে অংশীদারত্বে আটটি বৃত্তি ঘোষণা করেছে দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার। বাংলাদেশ, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তিগুলো বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে দুটি বৃত্তি নির্ধারিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যাবে। বৃত্তির মেয়াদকাল এক বছর।
স্নাতকোত্তর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ প্রদানের উদ্দেশ্যে দ্য ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে দ্য গ্রেট স্কলারশিপস ২০২৩ প্রোগ্রাম চালু হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে এক বছর মেয়াদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ বাবদ অন্যূন ১০ হাজার পাউন্ড বৃত্তির সুযোগ রয়েছে। সেই সঙ্গে সুযোগ রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মোট ৪৯টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের।
বৃত্তির মান ও পরিমাণ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট দুটি বৃত্তি বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। দুটি বৃত্তির পরিমাণই ১০ হাজার পাউন্ড করে।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম
ভিন্ন দুই ক্যাটাগরিতে বৃত্তি দুটি অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ।
তবে ম্যানচেস্টার স্কুল অব আর্কিটেকচার বা এমবিএ প্রোগ্রামগুলো বৃত্তির অন্তর্ভুক্ত নয়।
নিয়মকানুন
প্রোগ্রামটি এক বছরের বেশি সময় ধরে পরিচালিত হলে বৃত্তিটি কেবল প্রথম বছরের পড়ার খরচ বাবদ গৃহীত হবে। বৃত্তির আবেদন ফরমটি আন্তর্জাতিক অফিসের মাধ্যমে প্রাসঙ্গিক বা সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ইমেইল মারফত পাঠানো হবে। এ ক্ষেত্রে সফল হলে ১৬ জুন ২০২৩ তারিখের মধ্যে শিক্ষার্থীদের অবহিত করা হবে এবং সেই বৃত্তির সুযোগ ৩০ জুনের মধ্যে কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করা বাঞ্ছনীয়।
যোগ্যতা
প্রথমত, আবেদনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে বা নিঃশর্তভাবে পড়ার সুযোগ অর্জন করতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত বৃত্তির জন্য আবেদনের বেলায় বাংলাদেশের পাসপোর্টধারী তথা নাগরিক হওয়া আবশ্যক। ইংরেজি ভাষায় দক্ষ হওয়াও জরুরি। বিস্তারিত তথ্য ও আবেদন বৃত্তান্তের খোঁজ পাওয়া যাবে দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের (manchester.ac.uk) ওয়েবসাইটে। বৃত্তি সম্পর্কে জানা যাবে এই (https:/ /www. manchester. ac. uk/study/ international/finance-and-scholarships/ funding/great -scholarships/) লিংক থেকে।
আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২৩
সূত্র: দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ওয়েবসাইট
অনুবাদ: মুনতাসির সিয়াম
দ্য ব্রিটিশ কাউন্সিল ও গ্রেট ব্রিটেন ক্যাম্পেইনের সঙ্গে অংশীদারত্বে আটটি বৃত্তি ঘোষণা করেছে দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার। বাংলাদেশ, কেনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তিগুলো বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে দুটি বৃত্তি নির্ধারিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যাবে। বৃত্তির মেয়াদকাল এক বছর।
স্নাতকোত্তর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ প্রদানের উদ্দেশ্যে দ্য ব্রিটিশ কাউন্সিল ও যুক্তরাজ্যের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে দ্য গ্রেট স্কলারশিপস ২০২৩ প্রোগ্রাম চালু হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে এক বছর মেয়াদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ বাবদ অন্যূন ১০ হাজার পাউন্ড বৃত্তির সুযোগ রয়েছে। সেই সঙ্গে সুযোগ রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মোট ৪৯টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের।
বৃত্তির মান ও পরিমাণ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট দুটি বৃত্তি বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। দুটি বৃত্তির পরিমাণই ১০ হাজার পাউন্ড করে।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম
ভিন্ন দুই ক্যাটাগরিতে বৃত্তি দুটি অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ।
তবে ম্যানচেস্টার স্কুল অব আর্কিটেকচার বা এমবিএ প্রোগ্রামগুলো বৃত্তির অন্তর্ভুক্ত নয়।
নিয়মকানুন
প্রোগ্রামটি এক বছরের বেশি সময় ধরে পরিচালিত হলে বৃত্তিটি কেবল প্রথম বছরের পড়ার খরচ বাবদ গৃহীত হবে। বৃত্তির আবেদন ফরমটি আন্তর্জাতিক অফিসের মাধ্যমে প্রাসঙ্গিক বা সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ইমেইল মারফত পাঠানো হবে। এ ক্ষেত্রে সফল হলে ১৬ জুন ২০২৩ তারিখের মধ্যে শিক্ষার্থীদের অবহিত করা হবে এবং সেই বৃত্তির সুযোগ ৩০ জুনের মধ্যে কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করা বাঞ্ছনীয়।
যোগ্যতা
প্রথমত, আবেদনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে বা নিঃশর্তভাবে পড়ার সুযোগ অর্জন করতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত বৃত্তির জন্য আবেদনের বেলায় বাংলাদেশের পাসপোর্টধারী তথা নাগরিক হওয়া আবশ্যক। ইংরেজি ভাষায় দক্ষ হওয়াও জরুরি। বিস্তারিত তথ্য ও আবেদন বৃত্তান্তের খোঁজ পাওয়া যাবে দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের (manchester.ac.uk) ওয়েবসাইটে। বৃত্তি সম্পর্কে জানা যাবে এই (https:/ /www. manchester. ac. uk/study/ international/finance-and-scholarships/ funding/great -scholarships/) লিংক থেকে।
আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২৩
সূত্র: দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ওয়েবসাইট
অনুবাদ: মুনতাসির সিয়াম
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে