জেলের জালে কুমির ধরা, সুন্দরবনে অবমুক্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬: ০১
Thumbnail image

বাগেরহাটের রামপালে এক জেলের জালে একটি কুমির ধরা পড়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ভাগা বাজারসংলগ্ন বগুড়ার খালে মাছ ধরার সময় কুমিরটি ধরা পড়ে। পরে কুমিরটিকে উদ্ধার করে শুক্রবার রাতে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজারসংলগ্ন বগুড়ার খালে শুক্রবার দুপুরের দিকে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন আজিজুর (৪০) নামের স্থানীয় এক জেলে। এ সময় ওই জেলের জালে কুমিরটি ধরা পড়ে। কুমির দেখে আজিজুর ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে কুমিরটিকে জাল থেকে ছাড়িয়ে বস্তায় আটকে রাখেন। পরে স্থানীয়রা বিষয়টি ফোন করে স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান।

উপমন্ত্রী বিকেল ৫টার দিকে বিষয়টি বন বিভাগের করমজলের কর্মকর্তা আজাদ কবিরকে জানান। উপমন্ত্রীর ফোন পেয়ে আজাদ কবির ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে রাতে করমজলের খালে অবমুক্ত করেন।

বন কর্মকর্তা আজাদ কবির আরও বলেন, চার ফুট লম্বা কুমিরটির বয়স সাত থেকে আট বছর হবে, ওজনও প্রায় সাত থেকে আট কেজি। এটি বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমির। যার বিলুপ্তি ঠেকাতে করমজলে এর প্রজননকেন্দ্র রয়েছে । এ কেন্দ্রে লালন করা কুমির বড় হলে সুন্দরবনে অবমুক্ত করা হয় । এ প্রজনন কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে ২০৬টি কুমির সুন্দরবনের নদী ও খালে অবমুক্ত করা হয়েছে। আর কেন্দ্রটিতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ৯২টি কুমির রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত