Ajker Patrika

নদীতে খাঁচায় মাছ চাষ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪: ০৫
নদীতে খাঁচায় মাছ চাষ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে দিনবদলের স্বপ্ন দেখছেন চাষিরা। এলাকায় মাছ চাষের নতুন পদ্ধতি দেখে স্থানীয় বেকার যুবক ও ভূমিহীন মৎস্যজীবীরা এই নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন। দাউদকান্দি উপজেলার সৈয়দখারকান্দিতে ধনাগোধা নদীতে ৪০টি খাঁচায় মাছ চাষ করেছেন মো. হানিফ তালুকদার। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার সৈয়দখারকান্দি, গোয়ালমারী, চেঙ্গাকান্দি, ফতেরকান্দি গ্রামের মৎস্যজীবীদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষে স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করতে ২০ জন করে দল গঠন করে দেওয়া হয়।

২০ জন চাষিকে নিয়ে ১০টি খাঁচায় মাছ চাষের জন্য একটি দল গঠন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। ওইসব খাঁচায় ‘মনোসেক্স’ জাতের তেলাপিয়া মাছের পোনা, পাঙাশ, গ্রাসকার্প মাছ ছাড়া হয়।

পরবর্তী সময়ে খাঁচায় নদীতে মাছ চাষের নতুন পদ্ধতিতে লাভবান হয়ে তাঁরা ব্যক্তিগতভাবে খাঁচার সংখ্যা বৃদ্ধি করেন। তাঁদের দেখাদেখি বেকার যুবকেরা নিজস্ব উদ্যোগে নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করতে শুরু করেন।

দাউদকান্দি উপজেলার সৈয়দখারকান্দিতে ধনাগোধা নদীতে ৪০টি খাঁচায় মাছ চাষ করেছেন মো. হানিফ তালুকদার। তিনি জানান, ‘বিদেশ থেকে দেশে ফিরে বেকার হয়ে পড়ি।

কর্মসংস্থানের উদ্দেশ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে যাই পরামর্শের জন্য। উপজেলা মৎস্য কর্মকর্তা ভাসমান খাঁচায় মাছ চাষের জন্য ২০ জনের একটি দল গঠন করার পরামর্শ দেন। দল গঠন করার পর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর প্রথমে ১০টি খাঁচা তৈরি ও মাছের পোনা ছাড়ার জন্য ২ লাখ টাকা সরকারি অনুদানও দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত