Ajker Patrika

খাল দখল করে পুকুর খনন ফসলি জমির জলাবদ্ধতা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৬: ২০
খাল দখল করে পুকুর খনন ফসলি জমির জলাবদ্ধতা

সিরাজগঞ্জের তাড়াশে কাস্তা থেকে ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার সরকারি খাল অবৈধভাবে দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এতে পানিপ্রবাহ বন্ধ হয়ে চার গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে ওই চার গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রাম থেকে উত্তর মথুরাপুর গ্রামের ধাপের ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার খালটি ১৯৮০ সালে সরকারিভাবে খনন করা হয়। এরপর দুইবার খালটি পুনরায় খনন করে পানিপ্রবাহ সচল রাখা হয়।

সম্প্রতি উত্তর মথুরাপুর গ্রামের দুই ভাই তালিম উদ্দিন ও আব্দুল আলিম মাস্টার তাঁদের বাড়ির পূর্ব পাশ দিয়ে বয়ে চলা খালটির বেশ কিছু অংশ দখল করে পুকুর খনন করেন।

এ কারণে কাস্তা, বেত্রাসেন, ওয়াশীন ও উত্তর মথুরাপুর গ্রামের ফসলি মাঠের পানিপ্রবাহের পথ প্রায় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ওই চার গ্রামের ফসলি মাঠের প্রায় ২ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক কৃষক জানিয়েছেন, ওই চার গ্রামের ফসলি মাঠ থেকে পানি নিষ্কাশন না হলে আগামী বোরো আবাদ হুমকির মুখে পড়বে। আর চার গ্রামের দুই ও তিন ফসলি প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, ‘সরকারি খাল দখল করে পুকুর খনন করায় ওইসব ফসলি মাঠের জমিতে হাঁটুপানি জমে আছে। ফলে আমরা জমিগুলোতে আর কোনোভাবেই আমন ধানের আবাদ করতে পারব না।’

অবৈধভাবে খাল দখলদারদের উচ্ছেদসহ খালের পানিপ্রবাহের পথ নিশ্চিত করে তাঁদের শত হেক্টর ফসলি জমি চাষযোগ্য করার দাবি জানান কাস্তা-বেত্রাসিন গ্রামের কৃষক ইউনুছ আলী, ইসমাইল হোসেন, গোলাপ হোসেন, বাচ্চু সরকারসহ একাধিক কৃষক।

জানতে চাইলে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুনন্নার লুনা বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় ওই ফসলি মাঠগুলোর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম এ আজকের পত্রিকাকে বলেন, জলাবদ্ধতা দূর করতে খুব দ্রুতই ওই খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত