Ajker Patrika

মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩: ০০
মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলা

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীর বিক্রমের সন্তানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর, মরহুম আবদুস সবুর খান বীর বিক্রমের স্ত্রী রাবেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব, মো. ওমর ফারুক বিপ্লব, মো. রাশেদ খান, নাহিদ খান, মো. আতিকুর রহমানসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাবেয়া বেগম বলেন, গত শনিবার সদর উপজেলার করটিয়া এলাকায় তাঁর বড় ছেলে শাহাদৎ হোসেন খানের ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রোববার শাহাদৎ হোসেন খানের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে করটিয়ার ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত