Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ১১
সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বিডি ক্লিনের নারায়ণগঞ্জ টিমের সদস্যরা। গতকাল শুক্রবার বেলা ৯টার দিকে বিডি ক্লিন নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক এস এম বিজয়ের নেতৃত্বে এ অভিযান চলে।

এ সময় রক্তিম ব্লাড ডোনার্স, সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থা, স্লোগান, সাহায্যের হাত, মানবকল্যাণে রক্তদান, হীরাঝিল একতা সংঘসহ আরও কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এর আগে পাইনাদী এলাকার শাপলা চত্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি ওমর ফারুক বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডি ক্লিন নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়ক এস এম বিজয় বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পারব। আসুন আমরা এগিয়ে আসি। এ দেশটা আমার, নারায়ণগঞ্জটা আমার। পরিচ্ছন্নতার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে ইতিমধ্যে উপজেলাভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান বিজয়। এ ছাড়া তাঁরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার পাশাপাশি জনসাধারণকে এ বিষয়ে সচেতন করছেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন আইটি উপসমন্বয়ক অপু দাস, লজিস্টিক উপসমন্বয়ক জামাল হোসেন হৃদয়, আড়াইহাজার উপজেলার উপসমন্বয়ক সাইফুল ইসলাম, রাব্বি, আকাশ, সবুজসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত