বিয়ানীবাজার প্রতিনিধি
সাড়ে ১০ হাজার বই। থরে-থরে সাজানো, গোছানো। টাইলস দিয়ে গড়া মেঝে ফকফকে, পরিচ্ছন্ন। শান্ত, সুনিবিড় চমৎকার পরিবেশ। তবে যাদের জন্য এতসব আয়োজন, সেই পাঠকের কেউ আসেন না।
বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির চিত্র এটি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটিতে সব থাকলেও নেই পাঠক। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থকেন্দ্রের সিলেট বিভাগের তালিকা অনুযায়ী, নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের তালিকায় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির স্থান ১১ তম। ২০১২ সালে লাইব্রেরিটি নিবন্ধন পায়। এর সদস্য সংখ্যা মাত্র ১৩৫ জন।
সরেজমিনে দেখা গেছে, তিনতলা বিশিষ্ট পাঠাগারে বিভিন্ন বিষয়ের বই রয়েছে। এর মধ্যে রয়েছে রেফারেন্স, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, দর্শন, জীবনী গ্রন্থ রয়েছে। গ্রন্থাগারে বসে বই পড়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ধার হিসেবে বাসায় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
অথচ এই পাঠাগারে এখন বই পড়ার জন্য কেউ আসেন না। সর্বশেষ ২০০৬ সালে এই পাঠাগারে ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। তিন বছর পরপর কমিটি গঠনের নিয়ম থাকলেও নানা কারণে সেটি আর সম্ভব হয়নি। কবে নতুন কমিটি হবে, সে প্রশ্নের উত্তর নেই। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং বর্তমানে সাহেদ আহমদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পাঠাগারের কার্যনির্বাহী সদস্য আবুল হাসান বলেন, এখন জানার আগ্রহ কমে গেছে। নতুন প্রজন্ম সাহিত্য নয়, বিজ্ঞান ভালোবাসে। কিন্তু তারা জানে না, সাহিত্যই বিজ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে।
লাইব্রেরিয়ান সুজন চন্দ্র দাস বলেন, ২০২১ সালে মাত্র ৩৩৫টি বই পড়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সবগুলো বই ফেরত দিয়েছেন পড়ুয়ারা। কোন বয়সের পাঠক বই নিতে আগ্রহী জানতে চাইলে তিনি বলেন, বেশির ভাগ চাকরিজীবী ও শিক্ষক।
সাড়ে ১০ হাজার বই। থরে-থরে সাজানো, গোছানো। টাইলস দিয়ে গড়া মেঝে ফকফকে, পরিচ্ছন্ন। শান্ত, সুনিবিড় চমৎকার পরিবেশ। তবে যাদের জন্য এতসব আয়োজন, সেই পাঠকের কেউ আসেন না।
বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির চিত্র এটি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটিতে সব থাকলেও নেই পাঠক। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থকেন্দ্রের সিলেট বিভাগের তালিকা অনুযায়ী, নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের তালিকায় পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির স্থান ১১ তম। ২০১২ সালে লাইব্রেরিটি নিবন্ধন পায়। এর সদস্য সংখ্যা মাত্র ১৩৫ জন।
সরেজমিনে দেখা গেছে, তিনতলা বিশিষ্ট পাঠাগারে বিভিন্ন বিষয়ের বই রয়েছে। এর মধ্যে রয়েছে রেফারেন্স, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, দর্শন, জীবনী গ্রন্থ রয়েছে। গ্রন্থাগারে বসে বই পড়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ধার হিসেবে বাসায় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
অথচ এই পাঠাগারে এখন বই পড়ার জন্য কেউ আসেন না। সর্বশেষ ২০০৬ সালে এই পাঠাগারে ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। তিন বছর পরপর কমিটি গঠনের নিয়ম থাকলেও নানা কারণে সেটি আর সম্ভব হয়নি। কবে নতুন কমিটি হবে, সে প্রশ্নের উত্তর নেই। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং বর্তমানে সাহেদ আহমদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পাঠাগারের কার্যনির্বাহী সদস্য আবুল হাসান বলেন, এখন জানার আগ্রহ কমে গেছে। নতুন প্রজন্ম সাহিত্য নয়, বিজ্ঞান ভালোবাসে। কিন্তু তারা জানে না, সাহিত্যই বিজ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে।
লাইব্রেরিয়ান সুজন চন্দ্র দাস বলেন, ২০২১ সালে মাত্র ৩৩৫টি বই পড়ার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সবগুলো বই ফেরত দিয়েছেন পড়ুয়ারা। কোন বয়সের পাঠক বই নিতে আগ্রহী জানতে চাইলে তিনি বলেন, বেশির ভাগ চাকরিজীবী ও শিক্ষক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে