Ajker Patrika

পাইকগাছায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ০৬
পাইকগাছায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় আমূল্য রায় নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা গড়েরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক ও চালকের সহযোগীর বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা করেছেন নিহতের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চাদঁখালীর গড়েরডাঙ্গায় বাড়ির পাশের সড়কের ধারে রোদ পোহাচ্ছিলেন আমূল্য রায় (৬২)। এ সময় ওই সড়ক দিয়ে ইট বোঝাই ট্রলি চালিয়ে যাচ্ছিলেন কালীদাশ পুরের ইউসুফ ও খানজাহান গাজী।

স্থানীয় আ. মান্নান গাজীর ইটভাটা থেকে ইট নিয়ে যাচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে আমূল্য রায়ের গায়ের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমূল্য মারা যান।

এ ঘটনায় ইট বহনের ট্রলির চাপায় বৃদ্ধ নিহতের কথা স্বীকার করে

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নিহতের ছেলে রঞ্জন রায় বাদী হয়ে ট্রলিচালক ইউসুফ ও তাঁর সহযোগী খানজাহান গাজীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। দুই আসামিই পলাতক রয়েছেন। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত