Ajker Patrika

ভবন থেকে ফেলে দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভবন থেকে ফেলে দিয়ে  স্ত্রীকে হত্যার অভিযোগ

‘দুপুর বারোটার দিকে বাবার বাড়িতে আসে তানজিনা আক্তার। ভাবিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গাইনি ডাক্তার দেখায়। বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী মাসুদুজ্জামান। বেলা একটার দিকে ফোনে হুমকি দিয়ে মাসুদুজ্জামান বলেন, বাসায় ফিরলেই তাঁকে মেরে ফেলা হবে। বেলা তিনটার দিকে খবর পাই তানজিনা আর নেই।’ এ কথা বলেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন নিহত গৃহবধূ তানজিনা আক্তারের ভাই জাবির মিয়া।

গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব শহরের রানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ পাঁচতলা ভবন থেকে ফেলে দিয়ে স্বামী মাসুদুজ্জামান স্ত্রী তানজিনাকে হত্যা করছেন। তানজিনা দুই সন্তানের মা। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত স্বামী মাসুদুজ্জামান ও শ্বশুর খায়ের মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শহরের রানী বাজার মহল্লার খায়ের মিয়ার পাঁচতলা ভবন থেকে তানজিনা আক্তার নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ার জেনালের হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
এ সমন সময় অবস্থা বেগতিক দেখে তানজিনার স্বামী মাসুদুজ্জামান ও শ্বশুর খায়ের মিয়া কৌশলে হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়তে চাইলে স্বজনেরা তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানা হাজতে নিয়ে যায়।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইসমত তাহমিনা তাম্মি জানান, তানজিনার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, শহরের রানী বাজার মহল্লার বাসিন্দা খায়ের মিয়ার ছেলে মাসুদুজ্জামানের সঙ্গে প্রায় দশ বছর আগে পারিবারিক সম্মতিতে তানজিনা আক্তারের বিয়ে হয়। মাসুদুজ্জামান পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। বিয়ের পর থেকেই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তানজিনা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন মাসুদুজ্জামান। 
স্বজনদের দাবি, তানজিনাকে শারীরিক নির্যাতন শেষে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মাসুদুজ্জামানের পরিবারের সদস্যরা।

তানজিনার ভাই জাবির মিয়া জানান, তানজিনার স্বামীর ভবনের সঙ্গে আরেক ভবনের মালিক প্রায়ই তাকে বলতেন, ‘তুমার বোনকে যে অত্যাচার-নির্যাতন করা হয়। একদিন তাঁকে তো মেরেও ফেলতে পারে।’ —এ কথা বলেই তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত