Ajker Patrika

বিরামপুরে নৌকা প্রার্থী নেই, কাল ভোট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৪২
বিরামপুরে নৌকা প্রার্থী নেই, কাল ভোট

দিনাজপুরের বিরামপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর বিনাইল ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা প্রতীকে কাউকে মনোনয়ন দেয়নি। এতে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াই কাল ভোট গ্রহণ। উপজেলা আওয়ামী লীগের নেতাদের দাবি, স্বচ্ছ প্রার্থী না থাকা এবং আগের নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় এবার কাউকে নৌকায় মনোনয়ন দেওয়া হয়নি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার বিনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ঘোড়া প্রতীক ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান চশমা প্রতীকে নির্বাচন করছেন। তাঁরা দুজনই এবার নৌকা প্রতীক চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। এ ছাড়া নতুন মুখ হিসেবে মো. হুমায়ুন কবির বাদশা আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ২৭২ জন। তাঁদের মধ্যে ৮ হাজার ১৮৮ পুরুষ এবং ৮ হাজার ৮৪ জন নারী।

জানা গেছে, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নম্বর বিনাইল ইউপিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় মো. আব্দুর রউফ মিন্টুকে। দলের শৃঙ্খলা ভেঙে সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মো. শহিদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান। বিএনপি প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম অবুল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম জয়লাভ করেন।

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু বলেন, এবার ওই ইউনিয়ন থেকে দুজন নৌকা প্রতীকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। তাঁরা দুজনই গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এবার তাঁদের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা সম্ভব হয়নি। এ কারণে ইউনিয়নে দলীয় কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া বাকি ছয় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত