Ajker Patrika

দুই এলাকা থেকে দুই লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৫৬
দুই এলাকা থেকে দুই লাশ উদ্ধার

গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গুলিস্তান নাট্যমঞ্চের পাশের পুকুর থেকে উজ্বল (৩২) নামে এক যুবক এবং সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসংলগ্ন ফুটপাত থেকে প্রায় ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পল্টন থানার এসআই ওবায়দুর রহমান জানান, উজ্জ্বলের বাবার নাম জামাল। গুলিস্তান নাট্যমঞ্চ এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। বৃহস্পতিবার সকালে উজ্জ্বলসহ কয়েকজন মিলে নাট্যমঞ্চে পুকুরে গোসল করতে নামেন। এরপর সবাই পুকুর থেকে উঠলেও উজ্জ্বল উঠতে পারেননি।

গতকাল সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে জগন্নাথ হলসংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় না জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত