নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাগরে ট্রলারে করে দু-তিন দিন ঘুরিয়ে রাতে সেন্ট মার্টিন নামিয়ে দিয়ে মালয়েশিয়ায় পৌঁছেছে বলে ভুক্তভোগীদের রেখে পালিয়ে যেতেন তাঁরা। এর আগে কম খরচে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে জনপ্রতি ২ লাখ টাকায় চুক্তি করেন। নেওয়া হতো খালি স্ট্যাম্পে স্বাক্ষর। কেউ কেউ তাঁদের হাতে অপহৃত হন।
চট্টগ্রাম ও কক্সবাজারকেন্দ্রিক এ ধরনের মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার চট্টগ্রামে বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ খালি স্ট্যাম্পসহ অন্যান্য নথিপত্র জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মো. ইসমাইল (৩২) ও তাঁর ভাই শফিউল আলম (৩৭), একই ইউনিয়নের মো. হোসেন (৬০), পশ্চিম সেলবন ইউনিয়নের ইউনুছ মাঝি (৫৬) ও কক্সবাজারের পেকুয়া থানার রাজাখালী ইউনিয়নের রিয়াজ খান রাজু (৪১)।
গতকাল সোমবার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হয়। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ বলেন, অভিযুক্তরা কম খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিরীহ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরে তাঁরা এসব অপকর্ম করে এলেও এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস পায় না।
এস এম ইউসুফ বলেন, সম্প্রতি ১৫-২০ জন ভুক্তভোগী গভীর রাতে পেকুয়া থেকে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। ২-৩ দিন গভীর সাগরে ঘোরাফেরার পরে মালয়েশিয়া পৌঁছেছে বলে রাতে সেন্টমার্টিন দ্বীপে সবাইকে নামিয়ে দিয়ে চলে যায়। সকাল হলে ভুক্তভোগীরা বুঝতে পারে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। দ্বীপে কয়েক দিন মানবেতর জীবনযাপন করে পরে ভুক্তভোগীরা যে যার মতো করে নিজ বাড়িতে ফিরে আসেন। কয়েকজন ভুক্তভোগী যাবের কাছে চক্রটির বিষয়ে অভিযোগ করেন। পরে পেকুয়ায় তাঁদের একটি বৈঠক থেকে ৫ জনকে আটক করেন।
র্যাব-৭-এর প্রধান বলেন, চক্রটির মূল হোতা হলেন দুই সহোদর ইসমাইল হোসেন ও শফিউল আলম। এদের দুজনেরই বিরুদ্ধে মানব পাচার আইনে ৭টি করে মামলা রয়েছে। এরা মূলত মালয়েশিয়া যাওয়ার জন্য লোকজন সংগ্রহ করে তাঁদের কাছ থেকে টাকা ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আরেকজনের হাতে তুলে দেয়।
সাগরে ট্রলারে করে দু-তিন দিন ঘুরিয়ে রাতে সেন্ট মার্টিন নামিয়ে দিয়ে মালয়েশিয়ায় পৌঁছেছে বলে ভুক্তভোগীদের রেখে পালিয়ে যেতেন তাঁরা। এর আগে কম খরচে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে জনপ্রতি ২ লাখ টাকায় চুক্তি করেন। নেওয়া হতো খালি স্ট্যাম্পে স্বাক্ষর। কেউ কেউ তাঁদের হাতে অপহৃত হন।
চট্টগ্রাম ও কক্সবাজারকেন্দ্রিক এ ধরনের মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত রোববার চট্টগ্রামে বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ খালি স্ট্যাম্পসহ অন্যান্য নথিপত্র জব্দ করা হয়।
অভিযুক্তরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মো. ইসমাইল (৩২) ও তাঁর ভাই শফিউল আলম (৩৭), একই ইউনিয়নের মো. হোসেন (৬০), পশ্চিম সেলবন ইউনিয়নের ইউনুছ মাঝি (৫৬) ও কক্সবাজারের পেকুয়া থানার রাজাখালী ইউনিয়নের রিয়াজ খান রাজু (৪১)।
গতকাল সোমবার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হয়। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম ইউসুফ বলেন, অভিযুক্তরা কম খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিরীহ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। দীর্ঘদিন ধরে তাঁরা এসব অপকর্ম করে এলেও এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস পায় না।
এস এম ইউসুফ বলেন, সম্প্রতি ১৫-২০ জন ভুক্তভোগী গভীর রাতে পেকুয়া থেকে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। ২-৩ দিন গভীর সাগরে ঘোরাফেরার পরে মালয়েশিয়া পৌঁছেছে বলে রাতে সেন্টমার্টিন দ্বীপে সবাইকে নামিয়ে দিয়ে চলে যায়। সকাল হলে ভুক্তভোগীরা বুঝতে পারে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। দ্বীপে কয়েক দিন মানবেতর জীবনযাপন করে পরে ভুক্তভোগীরা যে যার মতো করে নিজ বাড়িতে ফিরে আসেন। কয়েকজন ভুক্তভোগী যাবের কাছে চক্রটির বিষয়ে অভিযোগ করেন। পরে পেকুয়ায় তাঁদের একটি বৈঠক থেকে ৫ জনকে আটক করেন।
র্যাব-৭-এর প্রধান বলেন, চক্রটির মূল হোতা হলেন দুই সহোদর ইসমাইল হোসেন ও শফিউল আলম। এদের দুজনেরই বিরুদ্ধে মানব পাচার আইনে ৭টি করে মামলা রয়েছে। এরা মূলত মালয়েশিয়া যাওয়ার জন্য লোকজন সংগ্রহ করে তাঁদের কাছ থেকে টাকা ও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আরেকজনের হাতে তুলে দেয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে