Ajker Patrika

কমিটি বাতিল চায় মহিলা লীগের একাংশ

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ২০
কমিটি বাতিল চায় মহিলা লীগের একাংশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক আহ্বায়ক নওরীন সুলতানা ও তাঁর সমর্থকেরা। গতকাল মঙ্গলবার বিকেলে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

নওরীন সুলতানা তাঁর লিখিত বক্তব্য বলেন, কিশোরগঞ্জের জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কমিটিতে বিএনপি সমর্থিত, বিতর্কিত লোকদের নিয়ে অগণতান্ত্রিক ও অবৈধভাবে কটিয়াদী উপজেলা মহিলা আওয়ামী লীগের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোছা. রোকছানা কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে জয় লাভ করেন। ওই নির্বাচনে আমি আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। একজন বিএনপি নেত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হতে পারেন না। এ কমিটির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক ঝর্ণা আক্তারের স্বামীর বাড়ি পাকুন্দিয়া উপজেলায়, এ ছাড়া ৭ নম্বর সদস্য রোজি আক্তার, ৯ নম্বর সদস্য চম্পা আক্তার, ১০ নম্বর সদস্য নাদিরা আক্তার, ১২ নম্বর সদস্য আকলিমা আক্তার কোনো দিন আওয়ামী লীগ করেনি এবং তাঁদের কেউ চিনেন না।

তিনি আরও বলেন, নতুন আহ্বায়ক কমিটি গঠন করার আগে আমার কমিটি বিলুপ্ত করা হয়নি। এ কমিটি এখনো চলমান। আমি বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে আওয়ামী লীগ পরিবারের সন্তান, পার্টির প্রতি নিবেদিত ও পরীক্ষিত লোকদের নিয়ে কমিটি গঠনের দাবি করছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিমা ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ বেগমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তাঁর সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত