লালপুর (নাটোর) প্রতিনিধি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ বছরও বৈশাখী ভাতাহীন পয়লা বৈশাখ উদ্যাপন করতে হয়েছে। টাকা ছাড় না হওয়ায় দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ভাতা পাননি। ব্যাংকে গিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত বছর ১৯ এপ্রিল তাঁরা বৈশাখী ভাতা পেয়েছিলেন বলে জানা গেছে।
নাটোরের লালপুরের এমপিওভুক্ত প্রায় ১ হাজার ৯০০ শিক্ষক-কর্মচারী সরকারের দেওয়া বৈশাখী ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষক-কর্মচারীরা সোনালী ব্যাংক লিমিটেডের লালপুর শাখায় ভাতার টাকা তুলতে এসে ব্যাংকে টাকা না আসায় বৈশাখী ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না জেনে হতাশ হয়ে ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর মূল বেতনের ২০ শতাংশ উৎসব ভাতা হিসেবে বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি ঈদে এমপিওভুক্ত শিক্ষকদের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়ে থাকে।
গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, উৎসব ভাতার ক্ষেত্রে সব সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্যের শিকার হতে হয়। প্রতিবছর বৈশাখের পরে বৈশাখী ভাতা আর ঈদের পরে উৎসব ভাতা দেওয়া হয়। এতে শিক্ষকদের অসম্মানের শামিল হতে হয়।
মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারকে নিয়মিত দিতেই হয়। আগের মতো বাকি থাকে না। তাহলে সময় মতো দিতে বাধা কোথায়? ভাতা যদি নির্ধারিত সময়ে না পেলে উৎসবের আনন্দ থাকে না। গত বছর বৈশাখের পর বৈশাখী ভাতা ও ঈদের পর উৎসব ভাতা তুলেছেন।’
বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাহাবাজ আলী বলেন, জাতির মেরুদণ্ড শিক্ষার অন্যতম নিয়ামক শিক্ষক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি এ অবজ্ঞা জাতির জন্য লজ্জাজনক। এ ব্যাপারে সরকারের যথাযথ ভূমিকা নেওয়া উচিত।
সোনালী ব্যাংক লিমিটেডের লালপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল হাশেম আজকের পত্রিকাকে বলেন, উপজেলার সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বৈশাখী ভাতার টাকা ব্যাংকে আসায় বণ্টন করা হয়েছে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতার টাকা ছাড় না হওয়ায় তা ব্যাংকে আসেনি। যার ফলে তাঁদের টাকা দেওয়া সম্ভব হয়নি।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এ বছরও বৈশাখী ভাতাহীন পয়লা বৈশাখ উদ্যাপন করতে হয়েছে। টাকা ছাড় না হওয়ায় দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ভাতা পাননি। ব্যাংকে গিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত বছর ১৯ এপ্রিল তাঁরা বৈশাখী ভাতা পেয়েছিলেন বলে জানা গেছে।
নাটোরের লালপুরের এমপিওভুক্ত প্রায় ১ হাজার ৯০০ শিক্ষক-কর্মচারী সরকারের দেওয়া বৈশাখী ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষক-কর্মচারীরা সোনালী ব্যাংক লিমিটেডের লালপুর শাখায় ভাতার টাকা তুলতে এসে ব্যাংকে টাকা না আসায় বৈশাখী ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না জেনে হতাশ হয়ে ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতোই দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর মূল বেতনের ২০ শতাংশ উৎসব ভাতা হিসেবে বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি ঈদে এমপিওভুক্ত শিক্ষকদের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়ে থাকে।
গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, উৎসব ভাতার ক্ষেত্রে সব সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্যের শিকার হতে হয়। প্রতিবছর বৈশাখের পরে বৈশাখী ভাতা আর ঈদের পরে উৎসব ভাতা দেওয়া হয়। এতে শিক্ষকদের অসম্মানের শামিল হতে হয়।
মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারকে নিয়মিত দিতেই হয়। আগের মতো বাকি থাকে না। তাহলে সময় মতো দিতে বাধা কোথায়? ভাতা যদি নির্ধারিত সময়ে না পেলে উৎসবের আনন্দ থাকে না। গত বছর বৈশাখের পর বৈশাখী ভাতা ও ঈদের পর উৎসব ভাতা তুলেছেন।’
বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাহাবাজ আলী বলেন, জাতির মেরুদণ্ড শিক্ষার অন্যতম নিয়ামক শিক্ষক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি এ অবজ্ঞা জাতির জন্য লজ্জাজনক। এ ব্যাপারে সরকারের যথাযথ ভূমিকা নেওয়া উচিত।
সোনালী ব্যাংক লিমিটেডের লালপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল হাশেম আজকের পত্রিকাকে বলেন, উপজেলার সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বৈশাখী ভাতার টাকা ব্যাংকে আসায় বণ্টন করা হয়েছে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতার টাকা ছাড় না হওয়ায় তা ব্যাংকে আসেনি। যার ফলে তাঁদের টাকা দেওয়া সম্ভব হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে